দ্য কমিউটারের প্রিমিয়ার, রেড কার্পেটে তারকার হাট
Last Updated:
গল্পের মোচড় আছে চমৎকার। আর অভিনয়ে যখন লিয়াম নেসন, তখন বুঝতেই পারছেন ছবিটা হতে চলেছে দমদার।
#নিউ ইয়র্ক: গল্পের মোচড় আছে চমৎকার। আর অভিনয়ে যখন লিয়াম নেসন, তখন বুঝতেই পারছেন ছবিটা হতে চলেছে দমদার। নিউ ইয়র্কের লিঙ্কন থিয়েটারের হয়ে গেল দ্য কমিউটারের প্রিমিয়ার। রেড কার্পেটের মধ্যমণি লিয়াম নেসন। তাঁর সঙ্গে ছিলেন ছবিতে তাঁর কো স্টার ভেরা ফারমিগা ও প্যাট্রিক উইলসন।
ছবি বক্স অফিসে কামাল করতেই পারে। বিমা কর্মী মাইকেল ম্যাককুলে। চাকরি সংসার নিয়ে জীবন চলছিল ভালই। কিন্তু সবকিছুই পালটে গেল একটা ফোনে। কোনও এক অজানা ব্যক্তি মাইকেলকে একটা অফার দেন। যা করে দিতে পারলে কোটি কোটি ডলারের মালিক হতে পারবেন তিনি। পরিচালক জাউম কোলেট সারার ছবির আউটলাইন এটাই।কিন্তু গোটা দ্য কমিউটার ছবিতে রয়েছে টানটান উত্তেজনা। নিউ ইয়র্কের লিঙ্কন থিয়েটারে হয়ে গেল ছবির প্রিমিয়ার। লিয়াম নেসন জানালেন, শুটিং করতে রীতিমতো পরিশ্রম করতে হয়েছে তাঁকে।
advertisement
বয়স যত বাড়ছে, ততই অ্যাকশন ছবি করতেই পছন্দ করছেন এই অভিনেতা। শুটিংও সমানতালে উপভোগ করছেন তিনি। বারোই জানুয়ারি মুক্তি পাচ্ছে দ্য কমিউটার। এমনিতেই টানটান থ্রিলার তার ওপর লিয়াম নেসন। ছবি বক্স অফিসে কামাল করতেই পারে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 09, 2018 8:15 PM IST

