Hollywood Star Death: দু’দিনের অসুস্থতা! হঠাৎ মৃত্যু জনপ্রিয় অভিনেতার, চোখে জল লক্ষ লক্ষ ভক্তের!

Last Updated:

Hollywood Star Death: সোমবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আন্দ্রে। দু’দিনের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন ৬১ বছরের অভিনেতা। আন্দ্রের প্রচারক জেনিফার অ্যালেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

চলে গেলেন আন্দ্রে ব্রাওয়ার
চলে গেলেন আন্দ্রে ব্রাওয়ার
নিউইয়র্ক: আচমকা দুঃসংবাদ হলিউডে। লক্ষ লক্ষ ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন আন্দ্রে ব্রাওয়ার। হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট এবং ‘ব্রুকলিন নাইন নাইন’-এ তাঁর দুর্দান্ত অভিনয় সবাইকে মুগ্ধ করেছে। প্রথমটির জন্য এমি পুরস্কার জিতেছিলেন আন্দ্রে। দ্বিতীয়টি, অর্থাৎ সিচুয়েশনাল কমেডি গত বছরই শেষ হয়েছিল ৮ নম্বর সিজনের পর।
সোমবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আন্দ্রে। দু’দিনের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন ৬১ বছরের অভিনেতা। আন্দ্রের প্রচারক জেনিফার অ্যালেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
advertisement
‘ব্রুকলিন নাইন নাইন’-এ তাঁর সহ-অভিনেতা টেরি ক্রুস সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানিয়ে লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না এত তাড়াতাড়ি চলে গেলেন। আপনার সঙ্গে আলাপ হয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করি। আপনার সঙ্গে হেসেছি, একসঙ্গে কাজ করেছি এবং আপনার অপরিবর্তনীয় প্রতিভা দেখে ৮ গৌরবময় বছর কাটিয়েছি। খুব তাড়াতাড়িই আমাদের ছেড়ে চলে গেলেন। আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আপনাকে জানার অভিজ্ঞতার জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব। আপনার বুদ্ধি, আপনার পরামর্শ, আপনার দয়া এবং আপনার বন্ধুত্বের জন্য ধন্যবাদ। এই কঠিন সময়ে আপনার স্ত্রী এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা। আপনি আমাকে দেখিয়েছেন ভালভাবে বেঁচে থাকা আসলে কেমন।’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Hollywood Star Death: দু’দিনের অসুস্থতা! হঠাৎ মৃত্যু জনপ্রিয় অভিনেতার, চোখে জল লক্ষ লক্ষ ভক্তের!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement