Priyanka Chopra: প্রিয়াঙ্কাকে শেষে কি না এই নামে ডাকে হলিউড! নিজের নাম বোঝাতে হিমশিম খেয়েছিলেন নায়িকা

Last Updated:

প্রিয়াঙ্কা দাবি করেন আমেরিকায় এসে তাঁর পদবী চোপড়া থেকে শাপড়া হয়ে যেতে বসেছিল।

#মুম্বই: সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে, সুদূর মার্কিনে গিয়ে তার নামটাই প্রায় বদলে গিয়েছিল লোকের মুখে মুখে। কবীর বেদী (Kabir Bedi)-কে দেওয়া একটি ফোন ইন্টারভিউতে এমনই মজার কথা শোনালেন ইন্ডিয়ান গ্ল্যামার কুইন ও বর্তমান হলিউডের সম্ভাবনাময় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)। বেদীর আসন্ন বই স্টোরিজ আই মাস্ট টেল: দ্য ইমোশনাল লাইফ অফ আ্যান আ্যাক্টর ( Stories I Must Tell : The Emotional Life Of An Actor ) এর আনুষ্ঠানিক প্রকাশের জন্য কবীর বেদীর সঙ্গে ভিডিও কলে চলা কথোপকথনে প্রিয়াঙ্কা দাবি করেন আমেরিকায় এসে তাঁর পদবী চোপড়া থেকে শাপড়া হয়ে যেতে বসেছিল।
শেষমেষ হাল ধরেন তিনিই। লোকজনকে বুঝিয়ে-সুঝিয়ে তাঁর নাম সঠিকভাবে উচ্চারণ করতে শিখিয়ে এই বিপদের হাত থেকে মুক্তি পান তিনি। প্রিয়াঙ্কা বলেন, "আমাকে এই দেশে এসে নিজের নাম পরিবর্তন করতে হয়নি। কিন্তু লোকজনকে নিজের নাম, উচ্চারণ করতে শেখাতে হয়েছে। আমেরিকায় কাজ খুঁজতে আসার দু'-দশক পরের ঘটনা এটা। লোকে আমার পদবী কিছুতেই সঠিক ভাবে উচ্চারণ করতে পারত না। বারে বারে চোপড়াকে শাপড়া বলে সম্বোধন করত৷ সেই সময় প্রায় জনে জনে লোককে বলতে হয়েছে- চোপড়া। শাপড়া নয়। তোমরা যদি 'ওপরা' উচ্চারণ করতে পারো, তবে চোপড়াও পারবে। সেটা এমন কিছু কঠিন ব্যাপার নয়।"
advertisement
এখানেই থামেননি প্রিয়াঙ্কা। হলিউডে কাজ পেতে তাঁকে তাঁর জাতিস্বত্বার প্রশ্নটিকেও ধোঁয়াশার মধ্যে রাখতে হয়েছিল। তিনি বলেছেন 'আমি আমার জাতিগত পরিচিতি নিয়ে বেশ কিছুটা অনিশ্চয়তায় ছিলাম। আমি পুরোপুরি আমেরিকান হয়ে উঠতে পারিনি। আবার এও সত্যি, পুরোপুরি ভারতীয় হয়েও এখানে চরিত্র পাওয়া যায়নি। ফলত আমি অভিনয় করতাম, আধা ভারতীয়-আধা আমেরিকানের চরিত্রে।' উদাহরণস্বরূপ নিজের অভিনয় করা কোয়ান্টিকো (Quantico) ছবির উদাহরণ দেন প্রিয়ঙ্কা। তিনি বলেন, এখনও আমেরিকায়, শুধুমাত্র ভারতীয় হিসাবে হলিউডে অভিনয় করা বেশ কঠিন।
advertisement
advertisement
কবীর বেদীর পরবর্তী স্টোরিজ ইন মাই লাইফ: দ্য ইমোশনাল লাইফ অফ আ্যান আ্যাক্টর (Stories In My Life: The Emotional Life Of An Actor) এর আনুষ্ঠানিক প্রকাশে এসে এই কথাগুলি বলেন প্রিয়াঙ্কা। কবীরের পরবর্তী বই তার জীবনের ব্যক্তিগত ও পেশাদারি দুই ক্ষেত্রেরই উত্থান-পতনের এক এপিটাফ হিসাবে লেখা হয়েছে। বইতে তার ব্যক্তিগত জীবনের প্রেম, সম্পর্ক, উত্থান, পতনের কথা বলা আছে। বেদীর জীবনের মতাদর্শ, সেই মতাদর্শের পরিবর্তনও এই বইতে ধরা থাকবে বলে জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra: প্রিয়াঙ্কাকে শেষে কি না এই নামে ডাকে হলিউড! নিজের নাম বোঝাতে হিমশিম খেয়েছিলেন নায়িকা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement