গায়ের রং ‘ব্রাউন’ হওয়ায় হলিউডের ছবি থেকে বাদ পড়লেন প্রিয়াঙ্কা!

Last Updated:

বর্ণ বিদ্বেষের শিকার হলেন প্রিয়ঙ্কা চোপড়া ৷ শ্বেতাঙ্গ না হওয়ায় হলিউডি ছবি থেকে কাটা গেল তাঁর নাম ৷ সম্প্রতি ইনস্টাইল প্রত্রিকায় প্রকাশিত একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন খোদ পিগি চপস ৷

#নয়াদিল্লি: বর্ণ বিদ্বেষের শিকার হলেন প্রিয়ঙ্কা চোপড়া ৷ শ্বেতাঙ্গ না হওয়ায় হলিউডি ছবি থেকে কাটা গেল তাঁর নাম ৷ সম্প্রতি ইনস্টাইল প্রত্রিকায় প্রকাশিত একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন খোদ পিগি চপস ৷
এই মুহূর্তে দেশ ছাড়িয়েও আন্তর্জাতিক পর্যায়েও যথেষ্ট জনপ্রিয় কোয়ান্টিকোর নায়িকা ৷ একের পর এক এক্সপেরিমেন্টাল চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে নিজের রাজ্যপাট সামলে চলেছেন প্রিয়াঙ্কা ৷ কিন্তু এত কিছুর পরেও তাঁকে ছবির জন্য নির্বাচনের জন্য মাপকাঠি করা হল তাঁর গায়ের রংকে ৷ গায়ের রং ‘ব্রাউন’ হওয়ার কারণে হলি ছবি থেকে বাদ পড়লেন তিনি ৷
advertisement
advertisement
সম্প্রতি ওই পত্রিকার একটি একান্ত সাক্ষাৎকারে ৩৫ বছরের নায়িকা জানান, একটি ছবির জন্য তিনি যখন অডিশন দিতে গিয়েছিলেন তখন তাঁকে না ডেকে তাঁর এজেন্টকে ডাকা হয় ৷ তাঁকে বলা হয়, প্রিয়ঙ্কা এই চরিত্রের জন্য মানানসই নন ৷ কারণ তাঁরা এই চরিত্রের জন্য সাদা চামড়ার লোক খুঁজছেন ৷
advertisement
প্রিয়ঙ্কা বলেন, ‘‘আমার একমাত্র লক্ষ্য ছিল আসল কারণটা জানা ৷ কী কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে ? আমাকে কি স্কিনি হতে হবে? নাকি অ্যাবস তৈরি করতে হবে? নাকি আরও পারফেক্ট শেপ দরকার?’’ প্রিয়াঙ্কার এই প্রশ্নের উত্তরে হঠাৎই ভেঙে পড়েন তাঁর এজেন্ট ৷ জানান, শুধুমাত্র গায়ের রঙের জন্যই তিনি বাদ গিয়েছেন ৷ সেই সময় প্রচণ্ড মুষড়ে পড়েছিলেন বলেও জানান বেওয়াচের নায়িকা ৷
advertisement
এর আগেও কোয়ান্টিকোর সিজন ২ শুটিংয়ের সময় বিমান বন্দরে বর্ণ বিদ্বেষের শিকার হতে হয়েছিল তাঁকে ৷ বহুক্ষণ বিমান বন্দরে বসিয়ে রেখে তাঁকে জেরা করা হয়েছিল ৷ ফের আরও একবার বিদেশের মাটিতে একই ঘটনা ঘটল তাঁর সঙ্গে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
গায়ের রং ‘ব্রাউন’ হওয়ায় হলিউডের ছবি থেকে বাদ পড়লেন প্রিয়াঙ্কা!
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement