Oscars 2021 Nominations: এবছর কারা কারা পাবেন অস্কার? প্রকাশিত বাছাইয়ের তালিকা...

Last Updated:

৯৩ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল৷

#ওয়াশিংটন: এবছরের অস্কারের পুরস্কারের তালিকা সামনে এল৷ ৯৩ তম অস্কার অ্যাওয়ার্ডের সেই লিস্টে কে কে স্থান করতে পেরেছেন, সেটা জানা গেল এই তালিকা দেখে৷ দুর্ভাগ্যবশত এবার অস্কারের দৌড়ে বিদেশী ছবির তালিকায় নেই কোনও ভারতীয় ছবি৷ ৯৩ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল৷ তার আগে ১৫ মার্চ অস্কারের দৌড়ে কারা কারা রয়েছে, তাদের নাম ঘোষণা করা হয়৷ ঘোষণা করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস৷
তালিকা ঘোষণার আগে প্রিয়াঙ্কা জানান এটাই সব থেকে মজার ওয়ার্ক ফ্রম হোম! সেই সঙ্গে তিনি ও নিক অস্কারের তালিকা ঘোষণার সময়সূচী জানান৷
সেরা ছবি-
advertisement
advertisement
দা ফাদার, জুডাস অ্যান্ড ব্ল্যাক মেসিহা, মাঙ্ক, মিনারি, প্রমিসিং ইয়ং ওমেন, সাউন্ড অফ মেটল, দা ট্রায়েল অব শিকাগো
সেরা পরিচালক-
থমাস ভিন্টেবার্গ (অ্যানাদার রাউন্ড), ডেভিড ফিঞ্চার (মাঙ্ক), লি আইস্যাক চুং (মিনারি), ছোলে জাও (নোম্যাডল্যান্ড), এমারল্ড ফেনেল (প্রমিসিং ইয়ং ওমেন)
সেরা অভিনেতা-
রিজ আহমেদ ( সাউন্ড অব মেটল), ছাদওইক বোসম্যান ( মা রাইনিস ব্ল্যাক বটম), অ্যানথনি হপকিন (দা ফাদার), গ্যারি ওল্ডম্যান (মাঙ্ক), স্টিভেন ইউন (মিনারি)৷
advertisement
advertisement
সেরা অভিনেত্রী-
ভোয়লা ডেভিস (মা রাইনিস ব্ল্যাক বটম), অ্যান্ড্র দে (দা ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে), ভানিসা কিরবি (পাইসেস অব আ ওমেন), ফ্ল্যান্সেস ম্যাকডোর্ম্যান্ড (নোম্যাডল্যান্ড), ক্যারি মুলিইগান (প্রমিসিং উয়ং ওমেন)
সেরা আন্তর্জাতিক ছবি-
অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক), বেটার ডেজ (হংকং), কলেক্টিভ (রোমানিয়া), দা ম্যান হু শুড হ্যাস স্কিন (তুনিসিয়া), কো ভ্যাডিস আইডিসা (বসনিয়া অ্যান্ড হার্জেগোভানিয়া)
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Oscars 2021 Nominations: এবছর কারা কারা পাবেন অস্কার? প্রকাশিত বাছাইয়ের তালিকা...
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement