বেন অ্যাফ্লেককে সরিয়ে নতুন ব্যাটম্যান হচ্ছেন নিক জোনাস, জোর জল্পনা

Last Updated:
#মুম্বই : তিনি সিঙ্গিং সেনসেশন ৷ গোটা বিশ্বজুড়ে তাঁর তাবড় সুনাম ৷ সে যাই হোক না কেন, বলি ভক্তদের কাছে তিনি দেশিগার্ল-এর স্বামী ৷ এক্কেবারে ঠিক ধরেছেন ব্রিটিশ পপ সিঙ্গার নিক জোনাসকে নিয়েই কথা হচ্ছে ৷
কিছুদিন আগেই জোধপুরের উমেদ ভবনে চার হাত এক হয়েছে নিক-প্রিয়াঙ্কার ৷ তার উপর সুইজারল্যান্ড এবং কানাডায় গিয়ে চুটিয়ে হানিমুন সেরে এসেছেন এই সেলেব দম্পতি ৷ এ বার খুশির খবর নিক জোনাসের জন্য ৷ শোনা যাচ্ছে,‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ এর পরবর্তী কিস্তি ‘দ্য ব্যাটম্যান’ আসছে। গুঞ্জন রটেছে, এবার ব্যাটম্যানের ভূমিকায় দেখা যেতে পারে প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী পপ তারকা নিক জোনাসকে।
advertisement
হাইপবিস্ট এর একটি ইনস্টাগ্রাম পোস্টে নিক এর কমেন্টের থেকে গুঞ্জনের শুরু। পোস্টে লেখা হয়েছে, ‘ব্যাটম্যান চরিত্র থেকে বেন অ্যাফ্লেক সরে গিয়েছেন। ম্যাট রিভাসের পরিচালিত দ্য ব্যাটম্যান ছবিতে কম বয়সী ব্রুস ওয়েনকে দেখানো হবে, তাই নতুন একজনকে এই চরিত্রে নির্বাচন করা হবে। ছবিটি মুক্তি পাবে ২০২১ এর ২৫ জুন। এই চরিত্রে কে অভিনয় করলে ভাল হবে বলে মনে করেন?’ এই পোস্টে নিক জোনাস কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, ‘প্রথম নাম নিক। শেষ নাম জোনাস।’
advertisement
advertisement
বেন অ্যাফ্লেককে ব্যাটম্যানের চরিত্রে দেখা যাবে না, এটা চূড়ান্ত। গল্পের প্রয়োজনে এবারের ব্যাটম্যানকে হতে হবে তরুণ। তাই এবারের কিস্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেন অ্যাফ্লেক। ভক্তরা এখন চূড়ান্ত ঘোষণার আশায় দিন গুনছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বেন অ্যাফ্লেককে সরিয়ে নতুন ব্যাটম্যান হচ্ছেন নিক জোনাস, জোর জল্পনা
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement