#মুম্বই: আলাদিন কে চেনেন না বা তাঁর গল্প জানেন না এমন মানুষ বোধহয় নেই। ছোটবেলায় আলাদিনের গল্প সবাই এক বার পড়েই ফেলে। আলাদিনকে নিয়ে সিনেমাও তৈরি হয়েছে অনেক। তাঁর মতো করে সবাই কুড়িয়ে পেতে চায় সেই আশ্চর্য প্রদীপ। যাতে ঘষা দিলেই বেড়িয়ে আসবে বিশালাকার জিনি। আর সেই জিনিকে যা বলা হবে সে তাই শুনবে। আছে মিষ্টি প্রেমও। তবে এবার বলিউড নয় হলিউডে তৈরি হচ্ছে এই গল্পর উপর ভিত্তি করে ছবি 'আলাদিন'।
'আলাদিন'-এ জিনির চরিত্রে অভিনয় করছেন উইল স্মিথ। মেনা মাসাউন্ডকে দেখা যাবে আলাদিনের চরিত্রে তিনি একজন ক্যানাডিয়ান অভিনেতা। আলাদিনের প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন নাওমি স্কট। তবে সবার মধ্যে সবচেয়ে বেশি কথা হচ্ছে উইল স্মিথকে নিয়ে। একেবারেই অন্য রকম একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। 'মেন ইন ব্ল্যাক' থেকে শুরু করে 'দ্য পারসিউট অফ হ্যাপিনেস'-এর মতো হাজারো একটা ভাল ছবি রয়েছে এই অভিনেতার ঝুলিতে। ডিসনি-র 'আলাদিন'-এও তাঁর চরিত্রই সবচেয়ে নজরকাড়া। এই ছবি আমেরিকায় মুক্তি পাওয়ার কথা মে মাসের ২৪ তারিখ। তার আগেই এই ছবির একটি গান রিলিজ নিয়ে শুরু হল বিতর্ক। বলা হচ্ছে ওই গানটিতে নাকি রয়েছে বলিউডি নাচের ছোঁয়া। তবে সে যাই হোক এই গানটি এখন নেট দুনিয়ায় সবচেয়ে ভাইরাল। উইল স্মিথকে এভাবে নাচতে আগে দেখা যায়নি। সত্যিই তিনি অসাধারণ।