নতুন ইন্ডিয়ার আইকন কে? সমীক্ষার লড়াইয়ে মোদি-সলমন !
Last Updated:
একজন চাওয়ালা থেকে সোজা প্রধানমন্ত্রীর আসনে ৷ আরেকজন বলিউডের লাভার বয় থেকে সুলতান, নানা বিতর্কের কেন্দ্র বিন্দু ৷
#নয়াদিল্লি: একজন চাওয়ালা থেকে সোজা প্রধানমন্ত্রীর আসনে ৷ আরেকজন বলিউডের লাভার বয় থেকে সুলতান, নানা বিতর্কের কেন্দ্র বিন্দু ৷ একজনের নোটবন্দি থেকে মেক ইন ইন্ডিয়া তো আরেকজনের বিন্দাস স্বভাব ৷ একের পর এক মামলায় ‘বেকসুর খালাস’ হয়েও বলিউডের বক্স অফিসে তুমুল ঝড়, তাঁর এক নামে ! নরেন্দ্র মোদি এবং সলমন খান ৷ ইয়ং জেনরেশনের কাছে এখন এই দুই নামই অনুপ্রেরণা ৷ নতুন ইন্ডিয়ার নতুন আইকন ৷
সম্প্রতি দেশের ইয়ং জেনারেশনের মধ্যে একটি সমীক্ষা চালিয়েছে ইংরেজি দৈনিক হিন্দুস্থান টাইম ৷ আর সেই সমীক্ষাতেই উঠে এল এই নতুন তথ্য ৷ বেশিরভাগ ইয়ং জেনারেশনের কাছে আইকন বলতে দুটো নামই সবার ওপরে ৷ এক মোদি ও দুই সলমন খান ৷
তা আইকন হওয়ার লড়াইয়ে হঠাৎ নরেন্দ্র মোদি ও সলমন খানই কেন প্রতিদ্বন্ধি ? সমীক্ষা অনুযায়ী, স্টার গুরুত্ব এদেশের ইয়ং জেনারেশনের রন্ধ্রে রন্ধ্রে ৷ আর এই স্টার পাওয়ারই দ্রুত গতিতে সলমনকে এগিয়ে নিয়ে যেতে সমর্থ ৷ এই সমীক্ষা মূলত করা হয়েছে কলেজ পড়ুয়াদের মধ্যে ৷ যাদের মধ্যে বেশিরভাগই ভোট দিয়েছেন মোদি কিংবা সলমনকে ৷ তবে এই ভোটের ক্ষেত্রে বলিউডের সুলতানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন মোদি ৷
advertisement
advertisement
মোদি রাজনৈতিক-অর্থনৈতিক সংস্কার, নতুন ভাবনা-চিন্তা মূলত ডিজাটাল ইন্ডিয়ার ভাবনাই নাকি কাজ করেছে ইয়ং জেনারেশনের মন জিততে ৷ যে জেনারেশনের সব কিছুই এখন হাতের মুঠোর মোবাইল ফোনটায় আটকে, সেই ইয়ং জেনারেশনই মোদির ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নের মূল ধারাবাহক ৷ সমীক্ষা মতেএই কারণেই ইয়ং জেনারেশনের মন জিতে নিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি !
তালিকায় ছিলেন বিরাট কোহলি, পিভি সিন্ধু, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, হৃতিক রোশন, বিদ্যা বালন৷ তবে মোদি-সলমনের কাছে আইকন হিসেবে তাঁদের জনপ্রিয়তা অনেক কম !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2017 2:40 PM IST

