কিম কার্দাশিয়ানের অর্ন্তবাস কেমন দেখতে ? দামই বা কত? গোপন ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
এবার কিম নিজেই দেখালেন তিনি ঠিক কেমন অর্ন্তবাস পরেন। একটি ভিডিও করে তিনি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন।
#আমেরিকা: কিম কার্দাশিয়ান। হলিউডের সুপার হট অভিনেত্রীদের মধ্যে একজন। কিম তাঁর কেরিয়ার শুরু করেছিলেন টিভি শোতে অ্যাঙ্কার হিসেবে। তারপর মডেলিংয়েও যথেষ্ট নাম করেন তিনি। তারপর হলিউড মুভিতে একের পর এক হিট ছবি করতে শুরু করেন তিনি। তাঁর বিবাহিত জীবনও ছিল সব সময় চর্চায়।
তবে কিম সবচেয়ে বেশি চর্চিত হন তাঁর পোশাক নিয়ে। কিমের ফিগারে মুগ্ধ গোটা জগৎ। তার উপর কিম সব সময় পরেন সাহসী পোশাক। কিমের অর্ন্তবাস কেমন হবে তা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এবার কিম নিজেই দেখালেন তিনি ঠিক কেমন অর্ন্তবাস পরেন। একটি ভিডিও করে তিনি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। যেখানে অর্ন্তবাসের নেকেড কালেকশনের কথা তিনি বলেছেন। এই নেকেড কালেকশন বাজারে আসবে খুব তাড়াতাড়ি। কিম যে অর্ন্তবাস পরেন ঠিক সেই রকম অর্ন্তবাস বাজার থেকেও কেনা যাবে। কিমের এই ভিডিও ভাইরাল হয় মুহূর্তে।
advertisement
The @skims Naked Collection Launches TOMORROW at 9AM PST on https://t.co/Qsy51Sl2Sd pic.twitter.com/rD3Fe2TwJ1
— Kim Kardashian West (@KimKardashian) February 24, 2020
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 24, 2020 9:09 PM IST