'চুনরি চুনরি' ৯০-এর বলিউডি গানে তুমুল নাচ সাউথ কোরিয়ান ব্যান্ড BTS -এর ! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
তবে ফ্যানেদের একটাই বক্তব্য লাল চুনরিটা থাকলে আরও জমে যেত ব্যাপারটা।
#মুম্বই: K-pop ব্যান্ড BTS তাঁদের গান দিয়ে শুধু সাউথ কোরিয়ার মানুষের মন জিতেছে এমন নয় ! গোটা বিশ্ব চেনে এই মিষ্টি ব্যান্ডটিকে। নতুন প্রজন্মের ছেলে মেয়েরা মেতে রয়েছে BTS-এর পপ মিউজিকে। এমনকি BTS ব্যান্ড মেম্বারদের মতো করে অনেকেই নিজেদের স্টাইলও বদলে নিয়েছে। সাউথ কোরিয়ার সিওলে ২০১০ সালে এই ব্যান্ডটি তৈরি হয়েছে। সাতজন মিষ্টি তরতাজা যুবক মিলে তৈরি করে এই ব্যান্ড। ২০১৭ সালে BTS-এর গানের অ্যালবাম সাউথ কোরিয়াতেই শুধু নয় ইউনাইটেড স্টেটসেও সবথেকে বেশি বিক্রি হয়েছিল। রেকডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ আমেরিকার তরফ থেকে প্রথম কোনও সাউথ কোরিয়ান ব্যান্ড সার্টিফিকেট পায়। এবার এই BTS গ্রুপই আকৃষ্ট হল বলিউডি গানে।
advertisement
advertisement
তাঁরা সাতজন মেম্বার মিলে বলিউডের সুপারহিট গান 'চুনরি চুনরি'-তে তুমুল নাচলেন। যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়। এই ভিডিওটি প্রথমে ইনস্টাগ্রামে দেওয়া হয়। তারপর ট্যুইটারে। সব জায়গাতেই এই ভিডিও দেখার পর উঠেছে প্রশংসার ঝড়। বলিউডের ছবি 'বিবি নম্বর ওয়ান'-এর গান 'চুনরি চুনরি'। এই গানে নাচ করতে দেখা গিয়েছিল সুস্মিতা সেন ও সলমন খানকে। ৯০ এর হিট ও জনপ্রিয় গানের মধ্যে এটি একটি। তবে এই গানে সুস্মিতা সেন একটা লাল চুনরি ব্যবহার করেছিলেন। যা এই গানে BTS সদস্যরা ব্যবহার করেননি। এই ভিডিও দেখে সকলে মুগ্ধ। এত সুন্দর করে ভারতীয় হিন্দি গানে নাচ, যা ভাবা যায় না। তবে ফ্যানেদের একটাই বক্তব্য লাল চুনরিটা থাকলে আরও জমে যেত ব্যাপারটা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 01, 2020 4:27 PM IST
