বাহুবলি ও দঙ্গলকে বক্স অফিসে পিছনে ফেলে দিল এই ছবি !

Last Updated:

বাহুবলি ২ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে অন্য কোনও ছবি প্রায় টিকতেই পাচ্ছিল না ৷

#মুম্বই: বাহুবলি ২ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে অন্য কোনও ছবি প্রায় টিকতেই পাচ্ছিল না ৷ একের পর ছবি মুক্তি পেলেও, বাহুবলি ২-এর চোটে বড়জোর এক সপ্তাহ, তারপরেই বক্স অফিস থেকে টাটা বাই বাই করছিল অন্যান্য বলিউডি ছবি ৷ বলা যায় একমাত্র আমিরের ‘দঙ্গল’ ছবিই কিছুটা হলে বাহুবলিকে টেক্কা দিতে পেরেছিল ৷ তবে এবার বাহুবলি ও দঙ্গলের সময় খতম ৷ হলিউডের ভয়ের ছবি ‘ইট’ সব ছবিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে দুর্বার গতিতে ৷
জানা গিয়েছে, হলিউডের এই ছবি বক্স অসিফে মাত্র তিন দিনেই ব্যবসা করে ফেলেছে ১২.৩০ কোটি ডলার ৷ ভারতীয় টাকায় যার মূল্য ৭৮৭ কোটি টাকা ৷
advertisement
‘ইট’ ছবি তৈরিতে খরচ হয়েছে ২২৪ কোটি টাকা ৷ বক্স অফিসের হিসেব অনুযায়ী, মাত্র তিনদিনেই ছবির বাজেট থেকে তিনগুণ টাকা রোজগার করে ফেলেছে এই ছবি ৷
advertisement
এই ছবি মুক্তির আগে হলিউডের আরেকটি ভয়ের ছবি ‘অ্যানাবেল’ দর্শকদের কাছে প্রশংসা পেয়েছে ৷ আর সামনেই মুক্তি পাবে কনজিউরিং-৩ ! ভুত যে এবার বক্স অফিসকে নিজের হাতের মুঠোয় করতে চলেছে, তার ইশারাই দিচ্ছে বক্স অফিসে ‘ইট’ ছবির ব্যবসা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাহুবলি ও দঙ্গলকে বক্স অফিসে পিছনে ফেলে দিল এই ছবি !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement