বাহুবলি ও দঙ্গলকে বক্স অফিসে পিছনে ফেলে দিল এই ছবি !
Last Updated:
বাহুবলি ২ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে অন্য কোনও ছবি প্রায় টিকতেই পাচ্ছিল না ৷
#মুম্বই: বাহুবলি ২ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে অন্য কোনও ছবি প্রায় টিকতেই পাচ্ছিল না ৷ একের পর ছবি মুক্তি পেলেও, বাহুবলি ২-এর চোটে বড়জোর এক সপ্তাহ, তারপরেই বক্স অফিস থেকে টাটা বাই বাই করছিল অন্যান্য বলিউডি ছবি ৷ বলা যায় একমাত্র আমিরের ‘দঙ্গল’ ছবিই কিছুটা হলে বাহুবলিকে টেক্কা দিতে পেরেছিল ৷ তবে এবার বাহুবলি ও দঙ্গলের সময় খতম ৷ হলিউডের ভয়ের ছবি ‘ইট’ সব ছবিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে দুর্বার গতিতে ৷
জানা গিয়েছে, হলিউডের এই ছবি বক্স অসিফে মাত্র তিন দিনেই ব্যবসা করে ফেলেছে ১২.৩০ কোটি ডলার ৷ ভারতীয় টাকায় যার মূল্য ৭৮৭ কোটি টাকা ৷
advertisement
‘ইট’ ছবি তৈরিতে খরচ হয়েছে ২২৪ কোটি টাকা ৷ বক্স অফিসের হিসেব অনুযায়ী, মাত্র তিনদিনেই ছবির বাজেট থেকে তিনগুণ টাকা রোজগার করে ফেলেছে এই ছবি ৷
advertisement
এই ছবি মুক্তির আগে হলিউডের আরেকটি ভয়ের ছবি ‘অ্যানাবেল’ দর্শকদের কাছে প্রশংসা পেয়েছে ৷ আর সামনেই মুক্তি পাবে কনজিউরিং-৩ ! ভুত যে এবার বক্স অফিসকে নিজের হাতের মুঠোয় করতে চলেছে, তার ইশারাই দিচ্ছে বক্স অফিসে ‘ইট’ ছবির ব্যবসা ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 13, 2017 3:26 PM IST