হলো কী? বউকে ছেড়ে শাশুড়ি ডিম্পলের প্রশংসায় চিঠি অক্ষয়ের! যা লিখলেন...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ অক্ষয়৷ কারণ...
#মুম্বই: চমক ছিল ট্রেলারে। রয়েছে সিনেমাতেও। শুক্রবারই মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলান (Christopher Nolan) পরিচালিত টেনেট (Tanet)। এই থ্রিলারে প্রায় প্রত্যেক অভিনেতার কাজই মুগ্ধ করেছে দর্শকদের। যাঁর মধ্যে রয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia)-ও। আর ডিম্পলের অভিনয় যে শুধুই দর্শকদের আকর্ষণ করেছে তা নয়, তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ খোদ ক্রিস্টোফার নোলান (Christopher Nolan)। সিনেমা রিলিজের পর ডিম্পলের উদ্দেশে লিখেছেন একটি নোটও। আর সেই নিয়েই রীতিমতো উচ্ছ্বসিত তাঁর জামাই অক্ষয় কুমার।
করোনা (Coronavirus) পরিস্থিতিতে সব কিছু বন্ধ হয়ে যাওয়ার পর আটকে যায় একাধিক সিনেমার মুক্তি। পিছিয়ে দিতে হয় ডেট। করোনার পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পর হলিউডের সর্বপ্রথম বিগ বাজেটের ছবি নোলানের টেনেট। তাঁরই লেখা গল্পের উপরে গোয়েন্দাভিত্তিক এই ছবির হাত ধরেই হলিউডে যাত্রা শুরু করেছেন ডিম্পল।
এই সিনেমায় প্রিয়া সিং (Priya singh)-এর চরিত্রে দেখা গিয়েছে ৬৩ বছর বয়সী ডিম্পল (Dimple Kapadia)-কে। তা ছাড়াও দেখা গিয়েছে হলিউডের (Hollywood) বিখ্যাত অভিনেতা জন ডেভিড ওয়াশিংটন (John David Washington), রবার্ট প্যাটিনসন (Robert Pattinson), এলিজাবেথ দেবিকি (Elizabeth Debicki), কেনেথ ব্রানাঘ (Kenneth Branagh) ও অন্য়ান্যদের।
advertisement
advertisement
আর প্রিয়া সিংয়ের চরিত্রে ডিম্পলের কাজই মুগ্ধ করেছে নোলানকে। ডিম্পলকে লেখা নোটে নোলান লিখেছেন, শ্রদ্ধা, ভালোবাসা ও আপনার কাজে মুগ্ধ। তার পরই লিখেছেন, আপনাকে কী বলি ডিম্পল। আপনার সঙ্গে কাজ করতে পেরে আমি উদ্বুদ্ধ। আপনি যে ভাবে প্রিয়া সিংকে বিশ্বের সামনে তুলে ধরেছেন, তা প্রসংশনীয়। অভিনয় দক্ষতা ও কঠোর পরিশ্রম ও তা টেনেটে দেওয়ার জন্য ধন্যবাদ।
advertisement
নোলানের এই নোট দেখার পরই তা নিয়ে ট্যুইট করেন অভিনেতা অক্ষর কুমার (Akshay Kumar)। ডিম্পল ও নোলানের একটি ছবি ও নোটের ছবি শেয়ার করে উচ্ছ্বসিত অক্ষয় লেখেন, জামাই হিসেবে আমার গর্বের সময়। সিনেমার রিলিজের সন্ধ্য়ায় ক্রিস্টোফার নোলান ডিম্পল কাপাডিয়াকে অভিনন্দন জানিয়ে একটি নোট লিখেছেন। আমি যদি তাঁর জায়গায় থাকতাম তা হলে খরবটা শোনার পর আপ্লুত হয়ে জায়গা থেকে নড়তেই পারতাম না। তবে, আমি দেখেছি টেনেটে তাঁর অভিনয়ের ম্যাজিক এবং সত্যিই তাঁর জন্য গর্বিত।
advertisement
Here’s my proud son-in-law moment! #ChristopherNolan pens a heartfelt note to #DimpleKapadia on the eve of their release.Had I been in her place,I wouldn’t have been able to move in awe but having watched her working her magic in #Tenet,I couldn’t be more happy and proud of Ma pic.twitter.com/EgSehxio1I
— Akshay Kumar (@akshaykumar) December 5, 2020
advertisement
শুধু জামাই বা পরিচালকই নয়, টেনেট-এ ডিম্পলের অভিনয় নজর কেড়েছে সমালোচকদেরও। অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেছে। হলিউডে যাত্রা শুরু নিয়ে তাঁকে অভিনন্দনও জানিয়েছেন সবাই। এ বিষয়ে ডিম্পলের কাছ থেকে এখনও পর্যন্ত অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2020 6:07 PM IST