প্রয়াত সুপারম্যান অভিনেতা... কোন রোগ কেড়ে নিল প্রাণ? গোটা বিশ্বের চোখে জল

Last Updated:

১৯৬২ সালে এক নাবিকের জীবনী নিয়ে নির্মিত বিলি বাড চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দেন তিনি। তবে তাঁর শ্রেষ্ঠ কাজ সুপারম্যান এবং সুপারম্যান II-তে জেনারেল জোডের চরিত্র।

News18
News18
প্রয়াত হলিউডের জনপ্রিয় খলনায়ক ‘সুপারম্যান’ সিনেমার জেনারেল জড টেরেন্স স্ট্যাম্প। ব্রিটিশ কিংবদন্তি অভিনেতা ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অভিনেতার পরিবারের তরফে ১৭ অগাস্ট রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ছয় দশকের কেরিয়ারে অস্কার-মনোনীত এই অভিনেতা দ্য অ্যাডভেঞ্চারস অফ প্রিসিলা, কুইন অফ দ্য ডেজার্ট, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড এবং ভালকিরি-সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে তাঁর পরিবার জানিয়েছেন, রবিবার সকালে প্রয়াত হয়েছেন স্ট্যাম্প। অভিনেতা এবং লেখক হিসাবে তাঁর কাজ আজও অবিস্মরণীয়। স্ট্যাম্পের মৃত্যুর খবর শুনে শোকপ্রকাশ করে ১৯৬৩ এবং ১৯৯৫ সালে তাঁর দু-টি বাফটা (Bafta) মনোনয়নের কথা তুলে ধরেছে Bafta। সুপারম্যানে সহ-অভিনেত্রী সারা ডগলাসও শোকপ্রকাশ করেছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “টেরেন্স আমাদের ছেড়ে চলে গিয়েছেন, ভাবতে পারছি না। আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাঁর সঙ্গে এত মাস কাটানো, আমার ক্যারিয়ারের সেই শুরুর দিনগুলি মনে পড়ছে। যাঁরা তাঁর যত্ন নিয়েছিলেন তাঁদের সকলের প্রতি আমার ভালবাসা এবং আন্তরিক সমবেদনা।”
advertisement
advertisement
১৯৩৮ সালের ২২ জুলাই পূর্ব লন্ডনের স্টেপনিতে জন্মগ্রহণ করেন স্ট্যাম্প। ১৯৬২ সালে এক নাবিকের জীবনী নিয়ে নির্মিত বিলি বাড চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দেন।  সেরা সহ-অভিনেতার জন্য অস্কার এবং সেরা নবাগত অভিনেতার জন্য গোল্ডেন গ্লোব নমিনেশনে তাঁর নাম যায়। তবে তাঁর শ্রেষ্ঠ কাজ সুপারম্যান এবং সুপারম্যান II-তে জেনারেল জোডের চরিত্র। সুপুরুষ স্ট্যাম্পের নয়ন ভোলানো রূপে আকৃষ্ট হয়েছিলেন ক্রিস্টি। এঁর সঙ্গে তাঁর সম্পর্ক মাত্র এক বছর টিকেছিল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রয়াত সুপারম্যান অভিনেতা... কোন রোগ কেড়ে নিল প্রাণ? গোটা বিশ্বের চোখে জল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement