IFFI 2023: সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন মাইকেল ডগলাস! আসছেন ভারতে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
IFFI 2023: অস্কার জয়ী অভিনেতা জানিয়েছেন, এই পুরস্কার পেয়ে তিনি সম্মানিত। স্ত্রী ক্যাথরিনকে নিয়ে নভেম্বর মাসে ভারতে আসছেন মাইকেল।
নয়াদিল্লি: প্রখ্যাত হলিউড তারকা মাইকেল ডগলাসকে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হবে। শুক্রবার এমনই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি মাইক্রোব্লগিং সাইট এক্স-এ জানিয়েছেন, বর্ষীয়ান অভিনেতা স্ত্রী ক্যাথরিন জেটা-জোনস এবং পুত্র ডিলানের সঙ্গে ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন।
অনুরাগ লিখেছেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, হলিউডের বিশিষ্ট অভিনেতা এবং প্রযোজ মাইকেল ডগলাস ৫৪তম গোয়ায আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় এক্সিলেন্স ইন ফিল্ম লাইফটাইম পুরস্কারে সম্মানিত হবেন।’
advertisement
আরও পড়ুন: সন্দীপ্তার পরে শ্রীপর্ণা! ফের টলিউডে ফুটছে বিয়ের ফুল, নভেম্বরের শেষেই চারহাত এক, শুভ পরিণয় টুসুর
advertisement
ভক্তরে উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মাইকেল। অস্কার জয়ী অভিনেতা জানিয়েছেন, এই পুরস্কার পেয়ে তিনি সম্মানিত। স্ত্রী ক্যাথরিনকে নিয়ে নভেম্বর মাসে ভারতে আসছেন তিনি। বন্ধু শৈলেন্দ্র সিংয়ের ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্তি উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাতে উদগ্রীব হলিউড অভিনেতা।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন মাইকেল। ওয়াল স্ট্রিট, ফেটাল অ্যাট্রাকশন, দ্য ওয়ার অফ দ্য রোজেস, বেসিক ইনস্টিনক্ট, ফলিং ডাউন, দ্য আমেরিকান প্রেসিডেন্ট প্রেসিডেন্টের মতো ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2023 8:11 PM IST