স্বামীকে হারিয়ে আজ একা, শোকস্তব্ধ হেমা মালিনী... ভুলতে পারছেন না কিছুতেই, ভাগ করলেন সুখস্মৃতি

Last Updated:

অভিনেত্রী লিখেছেন, 'ধর্মেন্দ্র একজন স্নেহশীল বাবা, বন্ধু এবং ভরসা করার মতো মানুষ। পরিবারের সবার সঙ্গেই তাঁর আন্তরিক সম্পর্ক ছিল।' নিজেদের কিছু সুখস্মৃতিও ভাগ করে নিয়েছেন তিনি।

News18
News18
কলকাতা: একের পর এক সফল ছবি উপহার দিতে দিতে কখন যেন পর্দার নায়িকা হয়ে গেলেন তাঁর জীবনসঙ্গিনী৷ হেমা মালিনীর সঙ্গে তাঁর প্রথম ছবি ছিল ‘জীবন মৃত্যু’৷ এর পর তুম হাসিন ম্যাঁয় জওয়ান, শরাফত, সীতা অউর গীতা, রাজা জানি এবং শোলে সিনেমায় চিরকালীন হয়ে আছে হেমা-ধর্মেন্দ্র রসায়ন৷ স্বামীর মৃত্যুতে আজ তিনি একা। সোশ্যাল মিডিয়ায় প্রথমবার প্রয়াত স্বামীকে নিয়ে প্রথমবার লিখলেন তিনি।লিখলেন, ‘ধর্মেন্দ্র তাঁর জীবনের শক্তি, ভরসা আর সবচেয়ে কাছের মানুষ।  ওঁকে হারানোর শোক তিনি কাটিয়ে উঠতে পারছেন না।’
advertisement
অভিনেত্রী লিখেছেন, ‘ধর্মেন্দ্র একজন স্নেহশীল বাবা, বন্ধু এবং ভরসা করার মতো মানুষ। পরিবারের সবার সঙ্গেই তাঁর আন্তরিক সম্পর্ক ছিল।’ নিজেদের কিছু সুখস্মৃতিও ভাগ করে নিয়েছেন তিনি।
advertisement
প্রয়াত হয়েছেন বলিউডের ‘হি-ম্যান’৷ টিনসেল টাউনে নেমে এসেছে গভীর শোকের ছায়া৷ বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র৷ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন তিনি৷ কিন্তু ২৪ নভেম্বর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র৷ কোনওভাবেই আর শেষরক্ষা হল না, কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন সকলের প্রিয় অভিনেতা৷ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ধর্মেন্দ্র৷ অক্টোবর মাসের শেষের দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ এর আগেও একাধিকবার ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখা গিয়েছিল অভিনেতাকে৷ ৮৯ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল দীর্ঘদিন ধরেই৷ চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতেই ছিলেন অভিনেতা৷ তাঁর মৃত্যুর গুজবও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল৷ কিন্তু এবার সমস্ত গুজবকে সত্যি করেই  না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেতা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্বামীকে হারিয়ে আজ একা, শোকস্তব্ধ হেমা মালিনী... ভুলতে পারছেন না কিছুতেই, ভাগ করলেন সুখস্মৃতি
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement