Dharmendra-Hema Malini: ধর্মেন্দ্রকে দেখেই নড়েচড়ে বসা? ৭৪-এ পর্দায় চুমু খেতে চান হেমা! যা বললেন...

Last Updated:

Dharmendra-Hema Malini: পর্দা থেকে বেশ কিছু বছর দূরে হেমা। তবে বর্ষীয়ান অভিনেত্রী জানিয়েছেন, কাজে আপত্তি নেই তাঁর। কিন্তু একমাত্র বয়সের সঙ্গে মানানসই চরিত্রেই অভিনয় করবেন তিনি।

কলকাতা: বয়স যে তাঁর কাছে শুধুই সংখ্যা, তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন ধর্মেন্দ্র। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে শাবানা আজমি সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা। পর্দায় তাঁর সাবলীলতায় মুগ্ধ দর্শক। রকি এবং রানি থুরি রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে কেন্দ্র করে আবর্তিত গল্পে নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
ধর্মেন্দ্রর মতোই অভিনয়ের ক্ষেত্রে আর কোনও ছুঁৎমার্গ রাখতে চান না হেমা মালিনী। এমনকি, পর্দায় চুম্বন দৃশ্যেও আপত্তি নেই ৭৪-এর অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে হেমা বলেন, “কেন করব না? নিশ্চয়ই করব। যদি ছবির সঙ্গে দৃশ্যটি মানানসই হয়, সুন্দর হয়, নিশ্চয়ই করব।”
‘রকি এবং রানি কি প্রেম কহানি’ এখনও দেখে উঠতে পারেননি হেমা। কিন্তু স্বামীর প্রশংসা করতে পিছপা হলেন না ‘ড্রিম গার্ল’। তাঁর কথায়, “আমি নিশ্চিত মানুষের এই ছবি ভাল লেগেছে। ধরমজির জন্য খুব খুশি। উনি ক্যামেরার সামনে থাকতে খুব ভালবাসেন।”
advertisement
advertisement
পর্দা থেকে বেশ কিছু বছর দূরে হেমা। তবে বর্ষীয়ান অভিনেত্রী জানিয়েছেন, কাজে আপত্তি নেই তাঁর। কিন্তু একমাত্র বয়সের সঙ্গে মানানসই চরিত্রেই অভিনয় করবেন তিনি। হেমার কথায়, “আমি নেতিবাচক চরিত্র করতে পারব না। কারণ আমি নেতিবাচক মানুষ নই। নিজেকে সে ভাবে ভাবতেও পারি না। আমি কারও জন্য খারাপ চিন্তা করি না। যে কোনও চরিত্র করতে পারি। কিন্তু এই ধরনের চরিত্র করতে পারব না। ইতিবাচক চরিত্র করতে চাই। যেখানে ইতিবাচক বার্তা থাকবে।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dharmendra-Hema Malini: ধর্মেন্দ্রকে দেখেই নড়েচড়ে বসা? ৭৪-এ পর্দায় চুমু খেতে চান হেমা! যা বললেন...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement