ইশা আম্বানি থেকে দীপবীর, কী খাওয়ালেন এরা বিয়েতে?
Last Updated:
#মুম্বই: প্রথমে দীপিকা, তারপর প্রিয়াঙ্কা, ইশা৷ মুম্বইতে চলছে হাই প্রোফাইল বিয়ের মরসুম৷ আর এই হাই প্রোফাইল বিয়ের আসরের কেটারিং-এর দায়িত্বেও ছিল হাই প্রোফাইল কেটারার৷ দীপিকা-রণবীর, আম্বানি-পিরামল দুই বিয়েতেই খাবারের দায়িত্বে ছিল মুম্বইয়ের ফু়ডলিঙ্ক কেটারার৷ তাদের পক্ষ থেকেই এবার রিলিজ করা হল বিয়ের এলাহি খাবারের ছবি৷
আম্বানিদের বিয়ের জন্য ফুডলিঙ্ক কেটারার ব্যবহার করেছিল কাস্টম মেড কাটলারি ও ক্রকারি৷ ওয়েলকাম ড্রিঙ্কে দেওয়া হয়েছে এক্সটিক রেড ফ্রুট ও হিবিসকাস ফিউশন৷ ট্রাডিশনাল গুজরাতি খাবার পরিবেশনের পাশাপাশি প্যারিস থেকে উড়িয়ে আনা ফুড স্টাইলিস্টরা তৈরি করেছিলেন প্রিমিয়াম ডেজার্ট৷ প্রায় সারা বিশ্বের চকোলেট হাজির করা হয়েছিল নিমন্ত্রিতদের পাতে৷
advertisement
advertisement
মুম্বইতে রিলায়েন্স ফ্যামিলি রিসেপশনেও খাবার পরিবেশনের বরাত পেয়েছিল ফুডলিঙ্ক কেটারার৷ মেডিটেরেনিয়ান থেকে শুরু করে প্যান-এশিয়ান, থাই, জাপানিজ খাবার পরিবেশন করা হয়েছে রিসেপশনে৷ এক্সক্লুসিভ এশিয়ান মেনুতে ছিল হংকং-এর স্পেশাল ডিম সাম৷ ডেজার্টের দায়িত্বে ছিল ফরাসি লাক্সারি ব্র্যান্ড লডোরি৷ ম্যাক্রোঁ, ট্রুফলে ভর্তি ছিল শেষপাতের আসর৷
advertisement
অন্যদিকে দীপিকা-রণবীরের বিয়েতেই অতিথিদের মন জয় করেছে ফুডলিঙ্ক কেটারার৷ দুই বিয়েতে কোঙ্কনি ও সিন্ধি খাবার পরিবেশন করা হলেও সঙ্গীত, মেহন্দির অনুষ্ঠানের জন্য দীপবীরের পছন্দ ছিল ইন্ডিয়ান চাইনিজ, বার্বিকিউ, কাবাব, চাট ও স্ট্রিট ফুড৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2018 6:42 PM IST