ইশা আম্বানি থেকে দীপবীর, কী খাওয়ালেন এরা বিয়েতে?

Last Updated:
#মুম্বই: প্রথমে দীপিকা, তারপর প্রিয়াঙ্কা, ইশা৷ মুম্বইতে চলছে হাই প্রোফাইল বিয়ের মরসুম৷ আর এই হাই প্রোফাইল বিয়ের আসরের কেটারিং-এর দায়িত্বেও ছিল হাই প্রোফাইল কেটারার৷ দীপিকা-রণবীর, আম্বানি-পিরামল দুই বিয়েতেই খাবারের দায়িত্বে ছিল মুম্বইয়ের ফু়ডলিঙ্ক কেটারার৷ তাদের পক্ষ থেকেই এবার রিলিজ করা হল বিয়ের এলাহি খাবারের ছবি৷
আম্বানিদের বিয়ের জন্য ফুডলিঙ্ক কেটারার ব্যবহার করেছিল কাস্টম মেড কাটলারি ও ক্রকারি৷ ওয়েলকাম ড্রিঙ্কে দেওয়া হয়েছে এক্সটিক রেড ফ্রুট ও হিবিসকাস ফিউশন৷ ট্রাডিশনাল গুজরাতি খাবার পরিবেশনের পাশাপাশি প্যারিস থেকে উড়িয়ে আনা ফুড স্টাইলিস্টরা তৈরি করেছিলেন প্রিমিয়াম ডেজার্ট৷ প্রায় সারা বিশ্বের চকোলেট হাজির করা হয়েছিল নিমন্ত্রিতদের পাতে৷
photo: Foodlink caterer photo: Foodlink caterer
advertisement
advertisement
মুম্বইতে রিলায়েন্স ফ্যামিলি রিসেপশনেও খাবার পরিবেশনের বরাত পেয়েছিল ফুডলিঙ্ক কেটারার৷ মেডিটেরেনিয়ান থেকে শুরু করে প্যান-এশিয়ান, থাই, জাপানিজ খাবার পরিবেশন করা হয়েছে রিসেপশনে৷ এক্সক্লুসিভ এশিয়ান মেনুতে ছিল হংকং-এর স্পেশাল ডিম সাম৷ ডেজার্টের দায়িত্বে ছিল ফরাসি লাক্সারি ব্র্যান্ড লডোরি৷ ম্যাক্রোঁ, ট্রুফলে ভর্তি ছিল শেষপাতের আসর৷
photo: Foodlink caterer photo: Foodlink caterer
advertisement
অন্যদিকে দীপিকা-রণবীরের বিয়েতেই অতিথিদের মন জয় করেছে ফুডলিঙ্ক কেটারার৷ দুই বিয়েতে কোঙ্কনি ও সিন্ধি খাবার পরিবেশন করা হলেও সঙ্গীত, মেহন্দির অনুষ্ঠানের জন্য দীপবীরের পছন্দ ছিল ইন্ডিয়ান চাইনিজ, বার্বিকিউ, কাবাব, চাট ও স্ট্রিট ফুড৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ইশা আম্বানি থেকে দীপবীর, কী খাওয়ালেন এরা বিয়েতে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement