Harshavardhan Kapoor on Arjun Kapoor : দাদা অর্জুন কাপুরের জন্য খুব খারাপ লাগে ভাই হর্ষবর্ধনের

Last Updated:

অভিনেতা হর্ষবর্ধন কাপুর (Harsh Varrdhan Kapoor)-এর অনুপ্রেরণা তাঁর দাদা (Arjun Kapoor)

#মুম্বই: সুপারস্টার বাবা বা বলিউডের অন্য কেউ নন, অভিনেতা হর্ষবর্ধন কাপুর (Harsh Varrdhan Kapoor)-এর অনুপ্রেরণা তাঁর দাদা। মানুষ হিসেবে তাঁকে দেখে তিনি অনেক কিছু শিখেছেন। তাঁর জার্নি আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয়, দাবি করেছেন হর্ষ!
কথা হচ্ছে অর্জুন কাপুরকে (Arjun Kapoor) নিয়ে। তিনিই হর্ষবর্ধন কাপুরের অনুপ্রেরণা। বাবা অনিল কাপুর (Anil Kapoor) বা অন্যান্য কোনও সুপারহিরো নন, তিনি অর্জুনের থেকেই শিখেছেন একাধিক বিষয়। তবে, অর্জুন এই বিষয়গুলির জন্য কোনও কৃতিত্ব পান না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বদলে তাঁকে অনেকেই মাঝেমধ্যে ছোট করে দেখে, অপমানও করে বলে জানিয়েছেন হর্ষ।
advertisement
অর্জুনের প্রথম ছবি মুক্তি পাওয়ার আগে ক্যানসারে মৃত্যু হয় তাঁর মা মোনা শৌরির (Mona Shourie)। তার আগে তাঁর মা ও বাবা বনি কাপুরের (Boney Kapoor) বিবাহবিচ্ছেদ ও শ্রীদেবীর (Sridevi)- সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ে নিয়েও এক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। কিন্তু এই সময়গুলো বা সমস্যাগুলো কাটিয়ে উঠেছেন।
advertisement
এবিষয়ে হর্ষবর্ধন বলেন, "মানুষ হিসেবে অর্জুন আমার কাছে অনুপ্রেরণা। ও অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে জীবনে। ও যা পেয়েছে,  যেখানে আছে, সেটা ওর নিজের পাওয়া এবং ওর এট প্রাপ্য ৷  আসলে মানুষকে ছোট করা, নিচু করা খুব সহজ। কিন্তু কারও কষ্ট বা স্ট্রাগলটা বোঝা অত সহজ নয়।"
advertisement
অভিনেতা আরও বলেন, "আপনারা জানেন অর্জুনের মা নেই। বড় হয়ে ওঠা ওর অনেক স্ট্রাগলের। শুধু তাই নয়, শারীরিকভাবেও ও নিজেকে ভেঙেছে-গড়েছে অনেক। নিজের পরিবার ও চালায় নিজের টাকায়। ও অনেক কিছু করেছে জীবনে। ওর জার্নিটা তাই আমাকে অনুপ্রাণিত করে। অর্জুনের যা ক্ষমতা আছে, মানসিক দৃঢ়তা আছে, তা আমার নেই।"
উল্লেখ্য, এক সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছিলেন, বাবা-মায়ের ডিভোর্স নিয়ে তিনি খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। বলেন, "আমি ট্রমায় ছিলাম এই ঘটনার পর। ব্যক্তিগতভাবে আমি ভেঙে গিয়েছিলাম মনে মনে। আমাকেও সেপারেশন দেখতে হল ! সেই সময় এটা মেনে নেওয়া খুবই কঠিন ছিল। তার আরও একটা বড় কারণ হল, আমার বাবা হাইপ্রোফাইল মানুষ, যাঁর সঙ্গে তাঁর সম্পর্ক তিনি তখন সুপারস্টার--এই সব আমার উপর প্রভাব ফেলেছিল।"
advertisement
যদিও পরে এই সমস্যা অনেকটা দূর হয়। শ্রীদেবীর মৃত্যুর পর তাঁর দুই সন্তান খুশি কাপুর (Khushi Kapoor) ও জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) পাশে ছিলেন অর্জুন। দাদা হিসেবে অনেক দায়িত্ব পালন করেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Harshavardhan Kapoor on Arjun Kapoor : দাদা অর্জুন কাপুরের জন্য খুব খারাপ লাগে ভাই হর্ষবর্ধনের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement