Happy Birthday Sonu Nigam: ৫০-এ পা সোনুর, অশান্তি মিটিয়ে ভূষণ কুমারের সঙ্গে জন্মদিনে গ্র্যান্ড সেলিব্রেশন, ভিডিও ভাইরাল

Last Updated:

Happy Birthday Sonu Nigam: ৫০-এ পা দিলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম৷ সম্প্রতি গায়কের জন্মদিন সেলিব্রেশনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হয়েছে৷ যেখানে ভূষণ কুমারের সঙ্গে সোনুকে বার্থডে সেলিব্রেশন করতে দেখা গেছে৷

মুম্বই: ৫০-এ পা দিলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম৷ প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ সম্প্রতি গায়কের জন্মদিন সেলিব্রেশনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হয়েছে৷ যেখানে ভূষণ কুমারের সঙ্গে সোনুকে বার্থডে সেলিব্রেশন করতে দেখা গেছে৷ এছাড়াও ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন সোনুর এই গ্র্যান্ড পার্টিতে৷
পাপারাৎজির শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, সোনুকে জন্মদিনের অনুষ্ঠানে ভূষণ কুমার শুভেচ্ছা জানাচ্ছেন। অন্যদের সঙ্গে যোগ দেওয়ার আগে দুজনে শুভেচ্ছা বিনিময়ও করেন। সোনুকে একটি বিশাল কেক কাটতে দেখা গেছে৷ কেক কাটার সময়ও ভূষণ তার পাশে দাঁড়িয়েছিলেন। তারপরই গায়ক শ্যাম্পেনের বোতলও খোলেন এবং সকলের মুখে ঢেলে দেন৷ মিকা সিংয়ের উপস্থিতিও নজর কেড়েছে সোনুর জন্মদিনে৷ ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
advertisement
গায়ক সোনু নিগম এবং ভূষণ কুমার তাদের দীর্ঘদিনের লড়াই অবশেষে ৩ বছর পর মিটিয়ে নিয়েছেন৷ জনপ্রিয় প্লেব্যাক গায়ক এবং টি-সিরিজের কর্মকর্তা ভূষণের সঙ্গে ২০২০ সালে বিরাট ঝামেলার সৃষ্টি হয়েছিল৷ সোনু সোশ্যাল মিডিয়ায় মিউজিক মাফিয়াদের নিয়ে একটি পোস্ট করেছিলেন৷ অনেকেই সেই পোস্ট দেখে ভেবে নিয়েছিলেন ভূষণের কথা৷ যদিও কারোর নাম না নিয়েই পোস্টটি করেছিলেন সোনু নিগম৷ তারপরই সঙ্গীত জগতের স্বজনপোষণ নিয়ে অন্য গায়করাও মুখ খুলেছিলেন৷ ভূষণ পুরো ব্যাপার নিয়ে স্পিকটি নট থাকলেও স্ত্রী দিব্যা খোসলা কুমার এই দাবির তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে বলেছিলেন, তার প্রয়াত শ্বশুর গুলশন কুমারের জন্যই কেরিয়ারে আজ এই জায়গায় পৌঁছেছেন সোনু নিগম৷
advertisement
সংবাদমাধ্যম সূত্রের খবর, লাল সিং চাড্ডার আগে সোনু নিগম টি-সিরিজের সঙ্গে সমস্ত মতবিরোধ থাকা সত্ত্বেও কাজ করতে রাজি হয়েছিলেন শুধুমাত্র আমির খানের জন্য।এরপরই ভূষণ নিজে কথা বলার উদ্যোগ নেন এবং দুই পক্ষই যৌথ সিদ্ধান্ত নেন কথা বলে পুরনো সমস্ত ঝামেলা মিটিয়ে নেওয়ার। তারপরই সোনু রাজি হয়ে যান শেহজাদা-র জন্য গান গাইতে। সিনেমার সহ প্রযোজক ছিলেন ভূষণ এবং সংগীত পরিচালক প্রীতম। ছবির টাইটেল ট্র্যাকটি আসে সোনুর গালতে। তারপর থেকে এখন অবধি পর্যন্ত সবকিছু ঠিকই আছে সোনু ও ভূষণের। গায়কের জন্মদিনে সেই প্রমাণও মিলল৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Happy Birthday Sonu Nigam: ৫০-এ পা সোনুর, অশান্তি মিটিয়ে ভূষণ কুমারের সঙ্গে জন্মদিনে গ্র্যান্ড সেলিব্রেশন, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement