Happy Birthday Rukmini: অন্তঃসত্ত্বা রুক্মিণী! 'সত্য'-র জন্মদিনে অদেখা ছবি পোস্ট দেবের, দিলেন বড় চমক

Last Updated:

Happy Birthday Rukmini: ৩২ -এ পা দিলেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র৷ জন্মদিনের দিনেই সত্যবতীর রূপে ধরা দিলেন রুক্মিণী৷ যা দেখেই চোখ কপালে উঠেছে ভক্তদের৷ অন্তঃসত্ত্বা রুক্মিণীর অদেখা ছবি শেয়ার করেই বড় চমক দিয়েছেন দেব৷

কলকাতা: টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র ৩২ -এ পা দিলেন৷ ঘড়ির কাটা ১২ টা বাজতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ জন্মদিনের দিনেই সত্যবতীর রূপে ধরা দিলেন রুক্মিণী৷ যা দেখেই চোখ কপালে উঠেছে ভক্তদের৷ অন্তঃসত্ত্বা রুক্মিণীর অদেখা ছবি শেয়ার করেই বড় চমক দিয়েছেন দেব৷
জন্মদিনের দিন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে সত্যবতীর এই ছবি শেয়ার করেছেন দেব৷ ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবিতে সত্যবতীর চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে৷ ছবি নিয়ে বিস্তর সমালোচনা মধ্যে সত্যবতীর রূপে সকলকে মুগ্ধ করেছেন রুক্মিণী৷ জন্মদিনে এর চেয়ে ভাল উপহার মনে হয় আর কিছু হয় না৷ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে রুক্মিণীর এই ছবি৷
advertisement
advertisement
advertisement
আটপৌরে শাড়ি, লাল-সাদা কাজ করা ব্লাউজ, হাতে শাখা-পলা, গলায় সোনার হার, সিঁথিতে সিঁদুর, কপালে ছোট্ট টিপ পরে ছাপোষা গৃহবধূর লুকে ধরা দিয়েছেন রুক্মিণী৷ বেবিবাম্প আগলে একমনে তাকিয়ে রয়েছেন নায়িকা৷ তার স্নিগ্ধ দৃষ্টি সকলেরই মন কেড়ে নিয়েছে৷ কবে আসবে আসন্ন সন্তান, এমনটাই যেন চিন্তা করছেন দাঁড়িয়ে৷ ছবিতে প্রশংসার বন্যা ভরে গিয়েছে৷ নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় জেল্লা যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে৷ রুক্মিণীকে দারুণ লাগছে সত্যবতীর লুকে৷ অন্য একজন লিখেছেন,তর যেন সইছে না, কবে আসবে আগস্ট মাস৷ কেউ কেউ আবার নেতিবাচক কমেন্টেও ভরিয়ে দিয়েছেন৷
advertisement
আর মাত্র কিছুদিনের অপেক্ষা৷ ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য৷ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুর্গ রহস্য অবলম্বনে তৈরি হয়েছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য৷ বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবিতে প্রথমবার বাঙালির আইকনিক চরিত্র ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে দেবকে৷ এবং সত্যবতীর চরিত্রে রুক্মিণীতে দেখা যাবে৷ ইতিমধ্যেই তার এই লুক যথেষ্ঠ সাড়া ফেলেছে দর্শকমনে৷ আপাতত ছবি মুক্তির দিন গুনছেন ভক্তরা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Happy Birthday Rukmini: অন্তঃসত্ত্বা রুক্মিণী! 'সত্য'-র জন্মদিনে অদেখা ছবি পোস্ট দেবের, দিলেন বড় চমক
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement