সইফ থেকে সোহা, অভিষেক থেকে শ্বেতা, ফিরে দেখা বি-টাউনের বিখ্যাত ভাই-বোনদের!

Last Updated:

প্রতিবারের মতো এ বারও ভাইফোঁটার উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। বিশেষ এই তিথিতে আরও একবার ভাই ও বোনের আন্তরিক সম্পর্ককে উদযাপন করা হয়। সেই উপলক্ষ্যে বিশেষ এই দিনে আসুন দেখে নেওয়া যাক বলিপাড়ার ভাই-বোনেদের।

#মুম্বই: প্রতিবারের মতো এ বারও ভাইফোঁটার উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। বিশেষ এই তিথিতে আরও একবার ভাই ও বোনের আন্তরিক সম্পর্ককে উদযাপন করা হয়। সেই উপলক্ষ্যে বিশেষ এই দিনে আসুন দেখে নেওয়া যাক বলিপাড়ার ভাই-বোনেদের।
১. সইফ আলি খান ও সোহা আলি খান
দু'জনেরই জন্ম রয়্যাল ফ্যামিলিতে। নব্বইয়ের দশকে কাজ শুরু করেন সইফ। তার পর থেকে বলিউডের অন্যতম নাম হয়ে ওঠেন। অন্য দিকে সোহা তাঁর সৌন্দর্যে মুগ্ধ করেছেন ফ্যানেদের। বেশ কয়েকটি সিনেমাতেও দারুণ অভিনয় করেছেন। কেরিয়ার হোক বা ব্যক্তিগত জীবন, এই দু'জনকে নানা মুহূর্তে একে অন্যের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে।
advertisement
advertisement
২. ফারহান আখতার ও জোয়া আখতার
বলিউডের অন্যতম সেরা প্রতিভা এই দুই ভাই-বোন। সিনেমায় অভিনয়, পরিচালনা বা চিত্রনাট্য রচনা হোক. দুই ভাইবোন ভারতীয় দর্শকদের বার বার মুগ্ধ করেছেন। এক দিকে প্রযোজক, পরিচালক, অভিনেতা, গায়ক হিসেবে জনপ্রিয় ফারহান। অন্য দিকে জিন্দেগি না মিলেগি দোবারা, লাক বাই চান্স, মেড ইন হেভেন, গলি বয়ের মতো সিনেমা পরিচালনা করেছেন জোয়া।
advertisement
৩. শ্রদ্ধা কাপুর ও সিদ্ধান্ত কাপুর
বলিউডের এই দুই ভাই-বোনের সম্পর্কও সবার জানা। তবে ক্যামেরার সামনে ব্যক্তিগত সম্পর্ক বা জীবন নিয়ে কাউকেই তেমন খোলামেলা হতে দেখা যায়নি। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে তাঁদের একসঙ্গে দেখা যায়। নানা মজার দৃশ্যে নেটিজেনদের নজর কাড়েন এই ভাই-বোন।
৪. সারা আলি খান ও ইব্রাহিম আলি খান
advertisement
সইফ আলি খানের দুই পুত্র-কন্যা একাধিকবার নানা মজার ভিডিওয়, ইনস্টা-স্টোরি কিংবা ইনস্টা-রিলে নজর কেড়েছেন নেটিজেনদের। সইফের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের ছেলে ও মেয়ে এই সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। অনেকেই বলেন ইয়ং সইফের মতো হুবহু দেখতে ইব্রাহিম। আর সারা যেন পুরনো অমৃতার কথা মনে করিয়ে দেয়। বলা বাহুল্য, আজ দু'জনেই চুটিয়ে সেলিব্রেট করছেন এই বিশেষ দিনটি।
advertisement
৫. একতা কাপুর ও তুষার কাপুর
বলিপাড়ায় এই ভাই-বোনের সম্পর্কও নানা সময়ে নজর কেড়েছে ফ্যানেদের। বোন একতা কাপুরের প্রযোজনায় একাধিক সিনেমায় অভিনয় করেছেন ভাই তুষার। তবে সিনেমা ছাড়াও নানা সমস্যায় একসঙ্গে লড়তে দেখা গিয়েছে এই দু'জনকে।
৬. অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চন
বলিপাড়ায় সুপরিচিত এই ভাই-বোন। বি-টাউনে ভাই-বোনের দারুণ সম্পর্কের নজির মিলেছে বার বার। নানা সময়ে উভয়কে একে অপরের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। এর আগেও ভাইফোঁটার নানা ছবি শেয়ার করেছেন দু'জনে। যা নিয়ে আবেগে ভেসেছেন ফ্যানেরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সইফ থেকে সোহা, অভিষেক থেকে শ্বেতা, ফিরে দেখা বি-টাউনের বিখ্যাত ভাই-বোনদের!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement