বিয়ের পিঁড়িতে বসছেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্য! হবু বরকে চেনেন?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
দিদি পেশায় চিকিৎসক। তাঁর হবু স্বামী দিব্যজিৎ দত্ত। তিনি ওই একই পেশার সঙ্গে যুক্ত।ডাক্তারি ঐশ্বর্যর পেশা হলেও, মডেলিংও তাঁর শখ। সমাজমাধ্যমে তাঁর ছবি মাঝেমধ্যেই নজর কাড়ে।
কলকাতা: ঐন্দ্রিলা শর্মা নেই। রয়ে গিয়েছে তাঁর স্মৃতি। আর সেই স্মৃতি আঁকড়ে রয়েছেন তাঁর কাছের মানুষরা। প্রয়াত অভিনেত্রীর মা ও দিদির ফেসবুক জুড়ে তারই আঁচ। ঐন্দ্রিলার নানা ছবি-ভিডিও শেয়ার করেন তিনি। নিজের মনের কথা, দুঃখ ভাগ করে নেন সকলের সঙ্গে। । বহু ঝড়ঝাপটা পেরিয়ে শর্মা পরিবারে খুশির হাওয়া আসতে চলেছে ২০২৬-এ। বিয়ের দিনক্ষণ অবশ্য জানা যায়নি। আপাতত চলছে বিয়ের প্রস্তুতি।
advertisement
advertisement
দিদি পেশায় চিকিৎসক। তাঁর হবু স্বামী দিব্যজিৎ দত্ত। তিনি ওই একই পেশার সঙ্গে যুক্ত।ডাক্তারি ঐশ্বর্যর পেশা হলেও, মডেলিংও তাঁর শখ। সমাজমাধ্যমে তাঁর ছবি মাঝেমধ্যেই নজর কাড়ে।
চার বছর আগের এক নভেম্বরে চলে যান ঐন্দ্রিলা। মিথ্যে হল প্রার্থনা, বিজ্ঞান৷ জীবনের সবচেয়ে অপ্রিয়, অথচ সবচেয়ে কঠিন সত্যির সামনে দাঁড়াতে হয়েছিল সেদিন৷ আর ফিরলেন না ঐন্দ্রিলা৷ এতদিনে ঐন্দ্রিলা শর্মার নামটা অজানা খুব কম মানুষের কাছে৷ কারও কাছে লড়াইয়ের সমার্থক ঐন্দ্রিলা, কারও কাছে ঐন্দ্রিলার অর্থ প্রাণশক্তি৷ অল্পে হেরে যাওয়া, হাঁফিয়ে ওঠা, আশা ছেড়ে দেওয়া মানুষগুলোকে নিজের অজান্তেই বাঁচতে শিখিয়েছিলেন ঐন্দ্রিলা৷ বুঝিয়ে দিয়েছিলেন, ‘এভাবেও ফিরে আসা যায়৷’ তাঁর চলে যাওয়া মেনে নিতে পারেনি কেউ। থেমে গিয়েছিল তাঁর পরিবারের জীবন। তবু দুঃখ আঁকড়ে কতদিন বাঁচা যায় জীবন তো জীবনের নিয়মে চলে তাই আবার স্বাভাবিক ছন্দে ফিরছেন তাঁরা। সাত পাকে বাঁধা পড়ছেন ঐশ্বর্য শর্মা। নীল পাঞ্জাবিতে দেখা গিয়েছে হবু বর দিব্যজিৎকে। টকটকে লাল রঙের শাড়িতে সেজেছেন ঐশ্বর্য।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 2:20 PM IST










