গত বছর বক্স অফিসে রীতিমত সাড়া জাগিয়েছিল শাহিদ কাপুর ও কিয়ারা আডবাণী অভিনীত 'কবীর সিং'। সিনেমাতে একটি দৃশ্য ছিল যেখানে কবীর সিং ওরফে শাহিদ কাপুর বাইকে চেপে অন্য কলেজে যান অপমানিত প্রেমিকা প্রীতির বদলা নিতে। এবার সেই দৃশ্যের একটি ছবি ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে কবীর সিং হেলমেট পরে বাইক চালাচ্ছেন। কিন্তু সিনেমাতে তো সেটা ছিল না।ব্যাপারটা তবে খুলে বলা যাক। এটি সিনেমার দৃশ্য নয়, এই ছবিটি ট্যুইট করেছে গুরুগ্রাম ট্রাফিক পুলিশ। সচেতনতা বাড়ানো জন্য এই ছবিটি ব্যবহার করেছে গুরুগ্রাম ট্রাফিক পুলিশ। ছবিতে দেখা যাচ্ছে হেলমেট পরে প্রেমিকাকে বাঁচাতে যাচ্ছেন কবীর সিং আর তাঁর মাথায় ফোটোশপ করে বসানো হয়েছে হেলমেট।
Jab khud bachoge tabhi Preeti ko bacha paoge... pic.twitter.com/nW3KAHuQCZ
— Gurugram Traffic Police (@TrafficGGM) February 5, 2020
— scappy coco (@scrappycoxo) February 5, 2020
— Sakth Launda (@ThakurSahab189) February 5, 2020
Kabir Singh ji, Preeti ji Ko traffic rules samjhate huye!!! pic.twitter.com/1e7m0eBwrn
— Pallavi (@pallavityagi27) February 6, 2020
— Pritri (@scorprian) February 6, 2020
— Megha (@MJainGirl) February 6, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gurugram Police, Gurugram Traffic Police, Helmet, Kabir Singh, Shahid Kapoor