হেলমেট পরে বাইক চালাচ্ছেন কবীর সিং! ভাইরাল ছবি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
মাথায় হেলমেট পরে বাইক চালাচ্ছেন কবীর সিং।
গত বছর বক্স অফিসে রীতিমত সাড়া জাগিয়েছিল শাহিদ কাপুর ও কিয়ারা আডবাণী অভিনীত 'কবীর সিং'। সিনেমাতে একটি দৃশ্য ছিল যেখানে কবীর সিং ওরফে শাহিদ কাপুর বাইকে চেপে অন্য কলেজে যান অপমানিত প্রেমিকা প্রীতির বদলা নিতে। এবার সেই দৃশ্যের একটি ছবি ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে কবীর সিং হেলমেট পরে বাইক চালাচ্ছেন। কিন্তু সিনেমাতে তো সেটা ছিল না।
ব্যাপারটা তবে খুলে বলা যাক। এটি সিনেমার দৃশ্য নয়, এই ছবিটি ট্যুইট করেছে গুরুগ্রাম ট্রাফিক পুলিশ। সচেতনতা বাড়ানো জন্য এই ছবিটি ব্যবহার করেছে গুরুগ্রাম ট্রাফিক পুলিশ। ছবিতে দেখা যাচ্ছে হেলমেট পরে প্রেমিকাকে বাঁচাতে যাচ্ছেন কবীর সিং আর তাঁর মাথায় ফোটোশপ করে বসানো হয়েছে হেলমেট।
Jab khud bachoge tabhi Preeti ko bacha paoge... pic.twitter.com/nW3KAHuQCZ
— Gurugram Traffic Police (@TrafficGGM) February 5, 2020
advertisement
advertisement
ট্যুইট করা ছবি ক্যাপশনে দেখা আছে, 'নিজে বাঁচবে, তারপর তো প্রীতিকে বাঁচাতে পারবে।' এই ছবিটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই ৫ হাজার উপর ট্যুইট ও ২৭ হাজারের উপর লাইক পেয়েছে এই ট্যুইটটি। অনেকে অনেক রকম মন্তব্য করেছেন গুরুগ্রাম ট্রাফিক পুলিশের এই ট্যুইট নিয়ে।
— scappy coco (@scrappycoxo) February 5, 2020
advertisement
— Sakth Launda (@ThakurSahab189) February 5, 2020
Kabir Singh ji, Preeti ji Ko traffic rules samjhate huye!!! pic.twitter.com/1e7m0eBwrn
— Pallavi (@pallavityagi27) February 6, 2020
— Pritri (@scorprian) February 6, 2020
advertisement
— Megha (@MJainGirl) February 6, 2020
এই ধরনের মজার ট্যুইটের মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে সবার আগে রয়েছে মুম্বই ও কলকাতা পুলিশ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 07, 2020 11:10 AM IST