গত বছর বক্স অফিসে রীতিমত সাড়া জাগিয়েছিল শাহিদ কাপুর ও কিয়ারা আডবাণী অভিনীত 'কবীর সিং'। সিনেমাতে একটি দৃশ্য ছিল যেখানে কবীর সিং ওরফে শাহিদ কাপুর বাইকে চেপে অন্য কলেজে যান অপমানিত প্রেমিকা প্রীতির বদলা নিতে। এবার সেই দৃশ্যের একটি ছবি ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে কবীর সিং হেলমেট পরে বাইক চালাচ্ছেন। কিন্তু সিনেমাতে তো সেটা ছিল না।
ব্যাপারটা তবে খুলে বলা যাক। এটি সিনেমার দৃশ্য নয়, এই ছবিটি ট্যুইট করেছে গুরুগ্রাম ট্রাফিক পুলিশ। সচেতনতা বাড়ানো জন্য এই ছবিটি ব্যবহার করেছে গুরুগ্রাম ট্রাফিক পুলিশ। ছবিতে দেখা যাচ্ছে হেলমেট পরে প্রেমিকাকে বাঁচাতে যাচ্ছেন কবীর সিং আর তাঁর মাথায় ফোটোশপ করে বসানো হয়েছে হেলমেট।
ট্যুইট করা ছবি ক্যাপশনে দেখা আছে, 'নিজে বাঁচবে, তারপর তো প্রীতিকে বাঁচাতে পারবে।' এই ছবিটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই ৫ হাজার উপর ট্যুইট ও ২৭ হাজারের উপর লাইক পেয়েছে এই ট্যুইটটি। অনেকে অনেক রকম মন্তব্য করেছেন গুরুগ্রাম ট্রাফিক পুলিশের এই ট্যুইট নিয়ে।