Gufi Paintel Passes Away: শেষ জীবন-মৃত্যুর পাশাখেলা, দীর্ঘ রোগভোগের পর প্রয়াত মহাভারত-এর ‘শকুনিমামা’ গুফি পেন্টাল
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Gufi Paintel Passes Away: সোমবার সকালে প্রয়াত হন মহাভারত-এর ‘শকুনিমামার’ চরিত্রের রূপকার
মুম্বই : চলে গেলেন অভিনেতা গুফি পেন্টাল। বয়স হয়েছিল ৭৯ বছর। মুম্বইয়ের অন্ধেরীর শহরতলিতে একটি হাসপাতালে বয়সজনিত সমস্যার কারণে ভর্তি ছিলেন তিনি। সোমবার সকালে সেখানেই প্রয়াত হন মহাভারত-এর ‘শকুনিমামার’ চরিত্রের রূপকার। জানিয়েছেন অভিনেতার ভাইপো হিতেন পেন্টাল।
সংবাদমাধ্যমে হিতেন জানিয়েছেন সোমবার সকাল ৯ টার সময় ঘুমের মধ্যেই চলে গিয়েছেন প্রবীণ অভিনেতা। হৃদরোগ ও উচ্চরক্তচাপ জনিত সমস্যায় আক্রান্ত ছিলেন গুফি। বেশ কিছু দিন ধরে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার পরিণতি হতে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।
বড় এবং ছোট পর্দার একাধিক ছবি ও ধারাবাহিকে অভিনয় করেছেন গুফি। আটের দশকে ‘সুহাগ’, দিল্লগী’-র মতো ছবিতে নজর কেড়েছিল তাঁর অভিনয়। পাশাপাশি ‘সিআইডি’, হেলো ইন্সপেক্টর’-সহ একাধিক ধারাবাহিকে তিনি ছিলেন উজ্জ্বল। তবে তাঁর সব কাজকে ছাপিয়ে গিয়েছে দূরদর্শনে বি আর চোপড়ার ‘মহাভারত’-এ শকুনির চরিত্রে অভিনয়। দেশ জুড়ে দর্শকদের কাছে তাঁর প্রকৃত নাম হারিয়ে গিয়েছিল। তিনি হয়ে উঠেছিলেন এক ও একমাত্র ‘শকুনিমামা’।
advertisement
advertisement
মহাভারত ধারাবাহিকে দীর্ঘ যাত্রায় গুফি পেন্টালের অভিনয় হয়ে উঠেছিল আইকনিক। আগাগোড়া কালো পোশাকে সজ্জিত ছিলেন গান্ধার রাজকুমার। তাঁর কূট শরীরী ভঙ্গিমা, হাতের দুই তালুতে পাশার ঘুঁটি চেলে নেওয়ার শব্দ-সব মিলিয়ে গুফির উপস্থিতি কেড়ে নিত দর্শকদের আকর্ষণ। তাঁর কণ্ঠে দুর্যোধন দুঃশাসনকে ‘ভানজে’ সম্বোধনও দারুণ জনপ্রিয় হয়েছিল।
প্রসঙ্গত গুফির জন্মগত নাম সরবজিত সিং পেন্টাল। কিন্তু তিনি পরিচিত ছিলেন ডাকনামেই। ইঞ্জিনিয়ারিং পড়েও তিনি পেশা হিসেবে গ্রহণ করেছিলেন নিজের নেশা, অভিনয়কেই। পুত্র, পুত্রবধূ এবং নাতি ছাড়াও গুফি রেখে গেলেন অসংখ্য গুণমুগ্ধকে। সোমবার বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2023 12:37 PM IST