IT Rules for tackling obscenity: অনলাইনে অশ্লীলতা ঠেকাতে বিধিনিষেধ তৈরির কথা ভাবছে কেন্দ্র, কী কী থাকতে পারে সেই নিয়মে?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র সরকার অনলাইন কনটেন্টে অশ্লীলতা নিয়ে খসড়া নিয়ম চালুর কথা ভাবছে। এই খসড়া IT (Digital Code) Rules, ২০২৬-এ কিছু বিধিনিষেধ চালু করবে – ধর্ম বা সম্প্রদায়ের উপর আক্রমণ, উস্কানি দেওয়া, মিথ্যা ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইত্যাদি।
একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র সরকার অনলাইন কনটেন্টে অশ্লীলতা নিয়ে খসড়া নিয়ম চালুর কথা ভাবছে। এই খসড়া IT (Digital Code) Rules, ২০২৬-এ কিছু বিধিনিষেধ চালু করবে – ধর্ম বা সম্প্রদায়ের উপর আক্রমণ, উস্কানি দেওয়া, মিথ্যা ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইত্যাদি। এছাড়া, সব ডিজিটাল কনটেন্ট বয়স অনুযায়ী ক্লাসিফিকেশন করার কথাও বলা হয়েছে।
গত মার্চে, সুপ্রিম কোর্ট, সলিসিটর জেনারেলকে বলেছিল এমন কিছু প্রস্তাব তৈরি করতে, যাতে সংবিধানের Article ১৯(১)-এর অধীনে মুক্ত মত প্রকাশের অধিকার রক্ষা হয়, আবার Article ১৯(২)-এর সংবিধানসম্মত ‘যৌক্তিক সীমাবদ্ধতা’ও বজায় থাকে। তবে কী ভাবে ডিজিটাল কন্টেন্টকে নিয়ন্ত্রণ করা হবে তা অবশ্য জানা যায়নি।
advertisement
advertisement
ওই রিপোর্ট অনুযায়ী, খসড়া IT (Digital Code) Rules, ২০২৬-এ বলা হয়েছে, “যে কোনো ডিজিটাল কনটেন্ট অশ্লীল বলে গণ্য হবে যদি তা ‘লাসিভিয়াস, বা কামুক আগ্রহকে আকর্ষণ করে, বা তার প্রভাব মানুষকে নষ্ট ও দুর্নীতিগ্রস্ত করে’।”
advertisement
খসড়া নিয়ম অনুযায়ী, ডিজিটাল কনটেন্টে নিচের বিষয়গুলো রাখা যাবে না –
১. রুচিশীলতা বা শালীনতাকে আক্রমণ করা যাবে না
২. কোনও অশ্লীল, মানহানিকর, ইচ্ছাকৃত, মিথ্যা ও ইঙ্গিতপূর্ণ কিছু থাকবে না
৩. ধর্ম বা সম্প্রদায়ের উপর আক্রমণ করা যাবে না
৪. হিংসা বা অপরাধকে আকর্ষণীয় হিসেবে দেখানো যাবে না
৫. অশালীন, কুরুচিপূর্ণ বা অপমানজনক বিষয় থাকবে না
advertisement
৬. কোনও জাতি, জাতপাত, গায়ের রংয়ের ভিত্তিতে ছোট করা যাবে না
৭. শিশুদের নিয়ে উপহাস করা যাবে না
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 27, 2026 9:01 PM IST











