বৃষ্টিতে শহরের রাস্তায় জমছে জল ! মুখ্যমন্ত্রীদের ‘মহেঞ্জো দারো’ দেখার প্রস্তাব

Last Updated:

এবার সিনেমাই শেখাবে রাস্তায় জল জমবে না কীভাবে ৷ আর সেই শিক্ষাকে চাক্ষুস করবেন দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷

#মুম্বই: এবার সিনেমাই শেখাবে রাস্তায় জল জমবে না কীভাবে ৷ আর সেই শিক্ষাকে চাক্ষুস করবেন দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷ এই প্রস্তাব এসেছে সোজা নগরউন্নয়ন দফতর থেকে ৷ মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু সম্প্রতি জানিয়েছেন, ‘বেঙ্গালুরু, গুরুগ্রাম, ফরিদাবাদ, দিল্লি থেকে শুরু করে দেশের বহু শহর ও রাজ্যগুলির অবস্থা বর্ষাকালে খুবই খারাপ হয়ে যায় ৷ একটু বৃষ্টিতেই বন্যার সম্ভাবনা ৷ রাস্তাঘাটে জল জমে দৈনদ্দিন জীবন দুর্বিসহ ৷ আমি প্রত্যেক মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিচ্ছি ৷ আশুতোষ গোয়াড়িকরের তৈরি ছবি মহেঞ্জো দারো দেখুন ৷ তাহেলই উন্নত মানের ড্রেন ম্যানেজমেন্ট শিখতে পারবেন !’
হরপ্পা সভ্যাতা তথা ‘মহেঞ্জো দারো’ সেরা ড্রেনেস সিস্টেমের জন্য বিখ্যাত ৷ সেই সময়, শুধুমাত্র সঠিক পরিকল্পনার ওপর নির্ভর করে কীভাবে বৃষ্টির জলকে সঠিক পথে ব্যবহার করা যায় তা শিখিয়ে দেয় এই সভ্যতা ৷ নাইডু মনে করছেন, ‘আজ দুনিয়া অনেক এগিয়েছে ৷ প্রযুক্তিগত দিক থেকে খুবই উন্নত এখন আমরা ৷ শুধু সঠিক পরিকল্পনার অভাব ৷ তাই এই ছবি দেখে আমরা এক উন্নতমানের পরিকল্পনার সন্ধান পেতে পারি !’
advertisement
অন্যদিকে ‘মহেঞ্জো দারো’ ছবির পরিচালক আশুতোষ গোয়াড়িকর মনে করছেন, ‘ধন্যবাদ ভারতীয় সরকারকে, আমার এই ছবিকে গুরুত্ব দেওয়ার জন্য ৷ আর আমার মনে হয় এরপর লাগান ছবিটাও দেখানো হোক ভারতীয় ক্রিকেট দলকে ৷ সামনেই তো টেস্ট ম্যাচ !’
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
বৃষ্টিতে শহরের রাস্তায় জমছে জল ! মুখ্যমন্ত্রীদের ‘মহেঞ্জো দারো’ দেখার প্রস্তাব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement