India-Pakistan Tensions: 'অপারেশন সিঁদুর'- এর পর ভারতে নিষিদ্ধ পাকিস্তানের ওয়েব সিরিজ-সিনেমা-গান, তালিকায় কী কী দেখুন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
India-Pakistan Tensions: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ইতিমধ্যেই উত্তেজনা চরমে পৌঁছেছে৷ এর মধ্যেই ৮ মে তথ্যও সম্প্রচার মন্ত্রক এক বিবৃতি জারি করেছে৷ যা নিয়ে শুরু হয়েছে নয়া উত্তেজনা৷
ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ইতিমধ্যেই উত্তেজনা চরমে পৌঁছেছে৷ ৭ মে ‘অপারেশন সিঁদুর’- এর ধাক্কা থেকে এখনও বেরোতে পারেনি তারা৷ এর মধ্যেই ৮ মে তথ্যও সম্প্রচার মন্ত্রক এক বিবৃতি জারি করেছে৷ যা নিয়ে শুরু হয়েছে নয়া উত্তেজনা৷
তথ্যও সম্প্রচার মন্ত্রক বিবৃতি জারি করে জানিয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে, ভারতে পরিচালিত সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম, মিডিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং মধ্যস্থতাকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা ওয়েব-সিরিজ, চলচ্চিত্র, গান, পডকাস্ট এবং অন্যান্য স্ট্রিমিং মিডিয়া কন্টেন্ট, সাবস্ক্রিপশন ভিত্তিক মডেল তা আর দেখানো যাবে না৷
In the interest of national security, all OTT platforms, media streaming platforms and intermediaries operating in India are advised to discontinue the web-series, films, songs, podcasts and other streaming media content, whether made available on a subscription based model or… pic.twitter.com/8yjP6ULNEU
— ANI (@ANI) May 8, 2025
advertisement
advertisement
পহেলগাঁও হামলার পর পাকিস্তানে হওয়া ভারতের‘অপারেশন সিঁদুর’ মিসাইল স্ট্রাইক চালানোর পর এই সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ ভারতে পরিচালিত সমস্ত পাকিস্তানি অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানানো হয়েছে, ভারতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তান ভিত্তিক রাষ্ট্রীয় এবংঅ-রাষ্ট্রীয় পক্ষের যোগ রয়েছে৷ এবংজাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷
advertisement
আরও পড়ুন-মুহূর্তে সব শেষ…! চলে গেলেন ‘থ্রি ইডিয়টস’-খ্যাত জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাস হামলার উল্লেখ করেই এই তথ্য দিয়েছে সরকার৷ তথ্যপ্রযুক্তি বিধির অধীনে দ্য কোড অফ এথিকসে আরও বলা হয়েছে যে, প্রকাশকদের ভারতের নিরাপত্তা, সার্বভৌমত্ব, জনশৃঙ্খলা এবং বিদেশি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রাভাবিত করতে পারে এমন যে কোনও বিষয়বস্তু প্রকাশ করার সময় বিশেষ সতকর্তা অবশ্যই অবলম্বন করতে হবে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2025 7:20 PM IST