India-Pakistan Tensions: 'অপারেশন সিঁদুর'- এর পর ভারতে নিষিদ্ধ পাকিস্তানের ওয়েব সিরিজ-সিনেমা-গান, তালিকায় কী কী দেখুন

Last Updated:

India-Pakistan Tensions: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ইতিমধ্যেই উত্তেজনা চরমে পৌঁছেছে৷ এর মধ্যেই ৮ মে তথ্যও সম্প্রচার মন্ত্রক এক বিবৃতি জারি করেছে৷ যা নিয়ে শুরু হয়েছে নয়া উত্তেজনা৷

News18
News18
ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ইতিমধ্যেই উত্তেজনা চরমে পৌঁছেছে৷ ৭ মে ‘অপারেশন সিঁদুর’- এর ধাক্কা থেকে এখনও বেরোতে পারেনি তারা৷ এর মধ্যেই ৮ মে তথ্যও সম্প্রচার মন্ত্রক এক বিবৃতি জারি করেছে৷ যা নিয়ে শুরু হয়েছে নয়া উত্তেজনা৷
তথ্যও সম্প্রচার মন্ত্রক বিবৃতি জারি করে জানিয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে, ভারতে পরিচালিত সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম, মিডিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং মধ্যস্থতাকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা ওয়েব-সিরিজ, চলচ্চিত্র, গান, পডকাস্ট এবং অন্যান্য স্ট্রিমিং মিডিয়া কন্টেন্ট, সাবস্ক্রিপশন ভিত্তিক মডেল তা আর দেখানো যাবে না৷
advertisement
advertisement
পহেলগাঁও হামলার পর পাকিস্তানে হওয়া ভারতের‘অপারেশন সিঁদুর’ মিসাইল স্ট্রাইক চালানোর পর এই সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ ভারতে পরিচালিত সমস্ত পাকিস্তানি অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানানো হয়েছে, ভারতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তান ভিত্তিক রাষ্ট্রীয় এবংঅ-রাষ্ট্রীয় পক্ষের যোগ রয়েছে৷ এবংজাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷
advertisement
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাস হামলার উল্লেখ করেই এই তথ্য দিয়েছে সরকার৷ তথ্যপ্রযুক্তি বিধির অধীনে দ্য কোড অফ এথিকসে আরও বলা হয়েছে যে, প্রকাশকদের ভারতের নিরাপত্তা, সার্বভৌমত্ব, জনশৃঙ্খলা এবং বিদেশি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রাভাবিত করতে পারে এমন যে কোনও বিষয়বস্তু প্রকাশ করার সময় বিশেষ সতকর্তা অবশ্যই অবলম্বন করতে হবে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
India-Pakistan Tensions: 'অপারেশন সিঁদুর'- এর পর ভারতে নিষিদ্ধ পাকিস্তানের ওয়েব সিরিজ-সিনেমা-গান, তালিকায় কী কী দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement