কখনও কোনও খারাপ কথা বলেননি, মুখে সব সময় হাসি, সোনালির স্মৃতিচারণে 'ঋদ্ধি'
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
খুব কম সময়ের জন্য সোনালির সঙ্গে কাজ করেছেন গৌরব। কিন্তু স্মৃতিরা আজও অমলিন।
#কলকাতা: মঞ্চ থেকে ছোট পর্দা, ছবি, সব ক্ষেত্রেই ছিল তাঁর অবাধ বিচরণ। সোমবার সকালে শেষ নিশ্বাশ ত্যাগ করলেন সোনালি চক্রবর্তী। দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন শারীরিক অসুস্থতায়। সাম্প্রতিক সময়ে অভিনয় থেকে দূরে থাকলেও স্টার জলসার গাঁটছড়ায় দেখা গিয়েছি তাঁকে। তবে শরীর সায় না দেওয়ায় খুব বেশিদিন অভিনয় করতে পারেননি তিনি। অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ তাঁর সহকর্মীরা। এই ধারাবাহিকের সুবাদেই বহু দিন পর ফের সোনালির সঙ্গে কাজার সুযোগ আসে গৌরব চট্টোপাধ্যায়ের। কিন্তু শেষমেশ তা হল না।
নিউজ ১৮ বাংলা ডিজিটালকে গৌরব বললেন, ‘সোনালিদি যখন সেটে আসতেন, তখন আসি বিদেশে ছিলাম। তাই আর দেখা হল না। তবে আগে ওঁর সঙ্গে আসি কাজ করেছি। উনি আমার চেয়ে অনেক বড়। ওঁর কাজ নিয়ে কিছু বলার জায়গায় আমি নেই। কিন্তু মানুষ হিসেবে ওঁর তুলনা হয় না। খুব হাসিখুশি ছিলেন। সেটে সবাইকে মাতিয়ে রাখতেন।‘
advertisement
advertisement
খুব কম সময়ের জন্য সোনালির সঙ্গে কাজ করেছেন গৌরব। কিন্তু স্মৃতিরা আজও অমলিন। পর্দার ঋদ্ধির কথায়, ‘কোনও দিন ওঁর মুখ গোমড়া দেখিনি। সব সময় হাসি লেগে থাকত। কখনও কাউকে খারাপ কথা বললেননি। রাগ করেননি। শিল্পী হিসেবে অনেক কিছু শেখার ছিল ওঁর থেকে।‘
advertisement
ছোট পর্দা তো বটেই। বড় পর্দাতেও একাধিক কাজ করেছিলেন সোনালি। হার-জিৎ, বন্ধন সেগুলির মধ্যে অন্যতম। কাঙ্ক্ষিত সাফল্য মিললেও সংসার এবং মেয়েকে সামলাতে দীর্ঘ দিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। গাঁটছড়ায় ফের তাঁকে দেখে উচ্ছ্বসিত ছিল দর্শকমহল। কিন্তু কাজ শুরু করার কয়েক দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা শঙ্কর চক্রবর্তীর স্ত্রী। শেষ রক্ষা আর হল না। আলোর উৎসব পালনের পরেই চিরনিদ্রার দেশে সোনালি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2022 6:54 PM IST