Mithai: মিঠাইয়ের সঙ্গে থাকাটা সম্ভব নয়! কেন এমন বলছে 'উচ্ছেবাবু'? দেখুন ভিডিও

Last Updated:

মিঠাই আর সিদ্ধার্থের (Mithai-Sidhartha) কি ডিভোর্সটা (Mithai-Sidhartha Divorce)হয়েই যাবে?

#কলকাতা: শ্যুটিং সেটে সিদ্ধার্থের একটি ডায়লগ৷ তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে৷ মিঠাইয়ের উচ্ছেবাবু বলছেন যে মিঠাইয়ের সঙ্গে থাকা আর সম্ভব হচ্ছে না৷ বাড়ির কাউকে না জানিয়েই তিনি তাই চলে এসেছেন৷ আর এই শুনেই মিঠাই ভক্তদের মন খারাপ৷ কারণ যেই দু’জনকে নিয়ে দর্শকদের আগ্রহ সেই মিঠাই- সিদ্ধার্থকে একসঙ্গেই দেখতে চান সকলে৷ সকলেই চান যে সিদ্ধার্থ যেন মিঠাইকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেন৷
মিঠাই আর সিদ্ধার্থের (Mithai-Sidhartha) কি ডিভোর্সটা (Mithai-Sidhartha Divorce)হয়েই যাবে? নাকি মিঠাইকে নিজের স্ত্রী হিসেবে শেষ পর্যন্ত মেনেই নেবে সিদ্ধার্থ? এই প্রশ্নগুলি এখন ঘুরপাক খাচ্ছে মোদক বাড়ির অন্দরে৷ সঙ্গে অবশ্য দর্শকও জানতে চান যে মিঠাইয়ের ভাগ্যে কী আছে৷ তোরসা, তার মা ও সিদ্ধার্থের বাবা এই ডিভোর্সটা চাইলেও মোদক বাড়ির কেউই মিঠাই ও সিদ্ধর্থের ডিভোর্সের পক্ষে নয়৷ তাঁরা শুধুই চায় মিঠাই ও সিদ্ধার্থের প্রেম (Mithai-Sidhartha romance)৷ রুক্ষ চরিত্রের সিদ্ধার্থ নিজের আবেগ সামনে আনতে চায় না৷ কিন্তু মিঠাইকে নিয়ে যে সেও খুব চিন্তিত, সেটা এতদিনে খুব ভাল বোঝা গিয়েছে৷ তাই তো মিঠাইয়ের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে বেশ চিন্তিত মিঠাইয়ের উচ্ছেবাবু৷ মিঠাইয়ে চোট-আঘাতে ঝাপিয়ে পড়ে তাকে সাহায্য করে সিদ্ধার্থ৷ এদিকে তোরসা যেভাবে সিদ্ধার্থের উপর ডিভোর্স নিয়ে চাপ দিচ্ছে, তাতে সে যে বেশ বিরক্ত হচ্ছে, তা বোঝা যাচ্ছে৷ সব মিলিয়ে শেষ পর্যন্ত তোরসার উপর রেগে ডিভোর্সের রাস্তা থেকে সরে আসবে কি সিদ্ধার্থ? দাদুর মনের মতো নাতবউকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে সে? সেই দিকে তাকিয়ে দর্শক৷
advertisement
View this post on Instagram

A post shared by Adrit Roy (@adritroyfc)

advertisement
advertisement
বেশ কিছুদিন শ্যুটিং ফ্রম হোম করেছেন কলাকুশলীরা নিজের নিজের বাড়ি থেকে শ্যুটিং যে সেই মজা না পেলেও, দর্শক চয়েসে এখনও মিঠাই সেরা ধারাবাহিক হয়ে রয়েছে৷ কারণ গল্পের টানটাই এমন৷ এবার আবার শ্যুটিং ফ্লোরে ফিরতেই পুরনো মেজাজ ফিরে এসেছে৷ কিন্তু এই শ্যুটিং-এর দৃশ্যটি দেখে অনেকেই চিন্তায় পড়ে গিয়েছেন৷ তাহলে কী হতে চলেছে মিঠাই-সিদ্ধার্থর ভবিষ্যৎ৷ গল্প এবার কোন দিকে মোড় নেবে, সেই দিকেই তাকিয়ে দর্শক৷ হইচই করা মোদর বাড়িতে কী বাড়ির বউ হয়ে উঠতে পারবে মিঠাই নাকি ফিরে যেতে হবে বাপের বাড়ি জনাই? সেটাই দেখার৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithai: মিঠাইয়ের সঙ্গে থাকাটা সম্ভব নয়! কেন এমন বলছে 'উচ্ছেবাবু'? দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement