Viral Video: বাড়ির কারও কথা শোনেন না শাহিদ! কোণঠাসা করতে একজোট হলেন নীলিমা আর মীরা

Last Updated:

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নানা ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করে।

#মুম্বই: বাড়িতে কথোপকথন চলাকালীন ফাঁস হয়ে গেল অভিনেতা শাহিদ কাপুরের (Shahid Kapoor) অন্যমনস্ক মনোভাব। সেই ভিডিও লেন্সবন্দি করলেন শাহিদের ভাই ঈশান খট্টর (Ishaan Khattar)। শাহিদের স্ত্রী মীরা রাজপুতের (Mira Rajput) Instagram হ্যান্ডেল থেকে শেয়ার হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে মীরা রাজপুত ও নীলিমা আজিম (Neelima Azeem) শাহিদের বিরুদ্ধে অভিযোগ করছেন যে নায়ক তাঁদের কথায় ঠিক করে মনোযোগ দিচ্ছেন না। ভিডিওটি শুরু হয়েছে মীরা রাজপুতের ক্লোজ ফ্রেম দিয়ে। এর পর শাহিদের মা নীলিমা আজিমকে দেখা গিয়েছে। তাঁকে বলতে শোনা গিয়েছে, “শাশা তুমি কোনও কথাতেই মনোযোগ দিচ্ছ না, আসলে তোমরা যখন নিজেদের ফোন নিয়ে ব্যস্ত থাকো তখন আশেপাশের কোনও প্রসঙ্গে তোমরা কান দাও না”। এর পরই মীরা রাজপুত বলে ওঠেন, “শাশা, তোমাকে চোখ দিয়ে আমাদের কথা শুনতে হবে”। চোখ দিয়ে কথা শোনা যায় না, আসলে তিনি বোঝাতে চেয়েছেন তাঁদের দিকে তাকিয়ে, তাঁদের কথায় মনোযোগ দিতে হবে।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নানা ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করে। একজন লেখেন 'আমি এই পরিবারকে ভালোবাসি।' একজন লেখেন, 'ঈশানকে ছোট বাচ্চাদের মতো দেখাচ্ছে’। মীরা কিছু দিন আগে আরও একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে ঈশানকে দেখা গিয়েছিল। ভিডিওটিতে দু'জনে বিছানায় শুয়ে ডার্ক চকোলেট এবং চিক্কি সম্পর্কে কথা বলছিলেন। সেই দিনেই আরও একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছিল ঈশান, মীরাকে ঘরের বাইরে দাঁড় করিয়ে রেখে নিজেকে ঘরের ভেতর থেকে আটকে নিয়েছিলেন এবং মীরাকে ঘরে ঢুকতে না দেওয়ার কথা বলেছিলেন।
advertisement
advertisement
advertisement
এমনই নানা ধরনের ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়। যেগুলি থেকে আনন্দের রসদ খুঁজে নেন নেটাগরিকরা। মীরা-শাহিদ কিছু দিন আগেই নিজেদের ৬ বছরের বিবাহবার্ষিকী উদযাপন করেছেন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। তাঁদের দু'টি সন্তান রয়েছে, মীশা কাপুর (Meesha Kapoor) ও জাইন কাপুর (Zain Kapoor)। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখে ঘর করছেন শাহিদ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: বাড়ির কারও কথা শোনেন না শাহিদ! কোণঠাসা করতে একজোট হলেন নীলিমা আর মীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement