Viral Video Dabangg Officer: সলমনকেও মানলেন না CISF অফিসার! সবার সামনে যা করলেন ভাইজানের সঙ্গে...ভিডিও ভাইরাল

Last Updated:

সলমনের (Salman Khan) পাহাড় প্রমাণ খ্যাতিকে কোনও পাত্তাই দিলেন না মুম্বই বিমানবন্দরের সিআইএসএফ অফিসার (CISF officer)৷

#মুম্বই: পর্দায় তিনি দাবাং হতে পারেন, কিন্তু বাস্তবে দাবাং অফিসারের (Dabangg Officer)মুখোমুখি হলেন সলমন খান (Salman Khan Viral video)! যিনি নিজের কাজের খাতিরে সলমনকে থামিয়ে করলেন নিরাপত্তা পরীক্ষা! কর্তব্যে পালনে কোথাও দেখা গেল না সুপারস্টারকে নিয়ে আদিখ্যেতা৷ উল্টে সিআইএসএফ অফিসার (CISF Officer)  মন দিয়ে করে গেলেন তাঁর কাজ৷ এবং সেই ভিডিও সামনে আসতেই ভাইরাল হল৷ হবে না কেন, সলমন যেন সেখানে একেবারে সাধারণ জনতা, আর ডিউটিতে থাকা অফিসারই হলেন হিরো! সকলের বাহবা কুড়িয়ে নিলেন মুম্বই বিমানবন্দরে কর্মরত সিআইএসএফ অফিসার (Mumbai Airport CISF Officer Viral Video)৷
advertisement
পরবর্তী ছবি টাইগার ৩-র (Tiger 3 Movie shoot in Russia) জন্য দেশের বাইরে রাশিয়ায় শ্যুটিং-এ গেলেন সলমন খান, ক্যাটরিনা কইফ৷ মুম্বই বিমানবন্দরে ভাইজানের এক ঝলক পেতে মরিয়া ছিলেন ফ্যানরা৷ কোনও মতে ভক্তদের ভিড় এড়িয়ে সলমন পৌঁছে গেলেন বিমানবন্দরের ঢোকার মুখে৷ আর তার মাঝেই সলমন খানকে থামালেন কর্তব্যরত সিআইএসএফ অফিসার৷ তিনি স্পষ্ট বললেন সলমনকে সম্পন্ন করতে হবে সিকিউরিটি চেক৷ তারপরই তিনি ঢুকতে পারবেন বিমানবন্দরে!
advertisement
সাধারণত বিমানবন্দরে ঢুকতে পরিচিত মুখ অর্থাৎ তারকাদের খুব বেশি বেগ পেতে হয় না৷ তাঁদের নিরাপত্তার পরীক্ষা হয়, দেখা হয় স্বচিত্র পত্রও৷ তবে উপস্থিত রক্ষীরা খুবই হাসিমুখেই তাদের সঙ্গে কথা বলেন৷ কারণ বহু ক্ষেত্রে উর্দিধারী নিরাপত্তারক্ষীরাও এই সব তারকাদের ভক্ত হন৷ কিন্তু এখানে দেখা গেল অন্য চিত্র৷
advertisement
সলমনের (Salman Khan) পাহাড় প্রমাণ খ্যাতিকে কোনও পাত্তাই দিলেন না মুম্বই বিমানবন্দরের সিআইএসএফ অফিসার (CISF officer)৷ তিনি একেবারে কঠোর ভাবে করে গেলেন তাঁর কাজ৷ সলমন ভক্তদেরও সামলালেন তিনি৷ আমি সলমন ভক্ত, তবে যেভাবে আজ ভাইজানকে থামিয়ে নিজের কাজ করলেন নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার, তাতে আমি খুবই খুশি৷ অফিসারকে বাহবা জানাই, বলছেন এক ব্যক্তি৷ এমন বহু মানুষই ভিডিও দেখে তাঁদের প্রতিক্রিয়া দিয়েছেন৷ একজন আবার বলেছেন যে সিআইএসএফ অফিসারকেও দেখতে দারুণ, কোনও তারকার থেকে কম সুপুরুষ নন তিনি৷ তিনিও একজন স্টার৷ এভাবেই নিজের কাজ করে প্রশংসা কুড়িয়ে নিলেন মুম্বই বিমানবন্দরের কর্মরত সিআইএসএফ অফিসার৷ দেখুন ভিডিও৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video Dabangg Officer: সলমনকেও মানলেন না CISF অফিসার! সবার সামনে যা করলেন ভাইজানের সঙ্গে...ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement