হোম /খবর /বিনোদন /
কোনও খান নন, বলিউডের দুর্দিনে ভরসা খিলাড়ি অক্ষয় কুমার! কারণ...

Bell Bottom Release: কোনও খান নন, বলিউডের দুর্দিনে ভরসা খিলাড়ি অক্ষয় কুমার! কারণ...

অক্ষয় কুমাররে বেল বটম ছবি

অক্ষয় কুমাররে বেল বটম ছবি

খিলাড়ির (Khiladi Akshay Kumar's movie Bell Bottom) উপর বাজি ধরছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি (Bollywood), বেল বটম ছবি মুক্তি পেল সিনেমা হলে

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: কোনও খান নন, আপাতত মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির পরিত্রাতা হিসেবে উঠে আসছে অক্ষয় কুমারের(Akshay Kumar) নাম৷ খিলাড়ির উপর বাজি ধরছে গোটা বলিউড৷ অক্ষয়ের ছবি ‘Bell Bottom’-কেই এখন পাখির চোখ করছেন সকলে৷ কারণ দীর্ঘদিন বাদে Bell Bottom মুক্তি পাচ্ছে হলে৷ যদিও মহারাষ্ট্রে হল খোলার অনুমতি এখনও মেলেনি৷ তাই মুম্বইবাসীর জন্য এই ছবি অদেখাই থাকবে৷ যার জেরে ছবির ব্যবসায়ও ঘাটতি থাকবে প্রায় ৩০ শতাংশ৷ কারণ মুম্বই থেকেই এই পরিমাণ ব্যবসা করে যে কোনও হিন্দি ছবি৷ তাই অক্ষয়ের বেল বটম ছবিও যে আগের মতো বক্স অফিস সাফল্য পাবে না সেটা জানেন সকলে৷ অন্তত করোনার আগের সময়ের থেকে ৩৫ শতাংশ ঘাটতি ধরেই ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজকরা৷

ইতিমধ্যেই ১০হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির (Bollywood)৷ করোনা প্রথম ঢেউ থেকেই ধাক্কা খাচ্ছে এই শিল্প৷ ১ বছরের থেকে বেশি সিনেমা হল রয়েছে বন্ধ৷ মাঝে কিছু সময় খুললেও তাতে লাভের লাভ কিছুই হয়নি৷ পুনরায় সিনেমা হল খুললেও তাতে ৫০ শতাংশ ছাড় মিলেছে৷ যার জেরে ব্যবসায় কোনও ভাবেই লক্ষ্মি লাভ হচ্ছে না৷

তবে এত কিছুর ঝুঁকি নিয়েও নিজের ছবি বেল বটমের মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয়৷ কারণ তিনি বিশ্বাস করেন যে এগিয়ে না এসে উপায় নেই৷ একে একে হলে ছবি মুক্তি না হলে কোনও ভাবেই এই জট ছাড়বে না৷ ফলে সাহস নিয়েই হলে ছবি মুক্তির পথে হাঁটলেন খিলাড়ি৷ তিনি মনে করেছিলেন যে বেল বটম ছবি মুক্তির আগে মুম্বইয়ে হল খোলার অনুমতি মিলবে৷ তবে তা হয়নি৷ সে কারণে গুজরাতের সুরাতে ছবির বিশেষ প্রদর্শন করেন তিনি৷ বিশেষ এই শোয়ের জন্য সাংবাদিকদের উড়িয়ে নিয়ে যাওয়া হয় চার্টারে৷

আরও পড়ুন Exclusive: 'শ্যুটিং-এর আগেই কি হুমকি দিয়েছিল তালিবান?' Escape from Taliban-র বাঙালি পরিচালকের উত্তর...

গত বছর অক্ষয়ের ছবি লক্ষ্মি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে৷ একেবারে সাড়া জাগায়নি সেই ছবি৷ একই অবস্থা হয় সলমনের রাধের ক্ষেত্রেও৷ অন্যদিকে গত বছর মার্চ মাস থেকে আটকে রয়েছে অক্ষয়ের ছবি সূর্যবংশির মুক্তি৷ যেহেতু ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন অন্যান্য বড় স্টার (অজয় দেবগণ, রণবীর সিং, ক্যাটরিনা কইফ)৷ তাই আপাতত ছবি মুক্তি নিয়ে কোনও উচ্চবাচ্চ্য করছেন না পরিচালক রোহিত শেট্টি৷ পরিস্থিতি স্বাভাবিক না হলে তিনি চাইছেন না ছবি রিলিজ৷

এই সময় অক্ষয় কুমারের ছবি বেল বটমের ব্যবসার দিকে তাকিয়ে গোটা বলিউড৷ কারণ বেল বটম কেমন চলে, কতটা ব্যবসা দেয়, তার উপর নির্ভর করছে বলিউডের ভবিষ্যৎ৷ বেল বটমের ব্যবসার দিকে নজর রেখেই আগামীতে হলে ছবি মুক্তির কথা চিন্তা ভাবনা করবেন বলি প্রযোজক-পরিচালকরা৷ তাই তো খিলাড়ির খেল দেখতে মুখিয়ে সকলে৷

Published by:Pooja Basu
First published:

Tags: Akshay Kumar, Bell Bottom