Amazing! মারাত্মক ঠান্ডায় কাঁপছে শরীর, আবদার মেটাতে পিয়ু বোলে গাইছেন শান্তনু মৈত্র, দেখুন ভিডিও...

Last Updated:

তাপমাত্রা হিমাঙ্কে অনেকটাই নিচে৷ সঙ্গে পাহাড়ের উচ্চতায় গলা কেঁপে আসছিল শান্তনুর (Shantanu Moitra sings song at -20 degree) ৷ সঙ্গীত যন্ত্রটি বাজাতেও বেশ বেগ পেতে হয়েছিল সুরকারকে৷

#লাদাখ: লাদাখের -২০ ডিগ্রি তাপমাত্রায় গান গাইছেন শান্তনু মৈত্র (Music director Shantanu Moitra sings song at -20 degree) ৷ গান গাইতে এক প্রকার বাধ্য হয়েছেন৷ কারণ তাঁর গাইড বা পথপ্রদর্শক তাঁকে অনুরোধ করেছেন গান শোনাতে৷ বলিউডের অত্যন্ত জনপ্রিয় এই সঙ্গীত পরিচালকের (Bollywood popular music director Shantanu Moitra) ঝুলিতে রয়েছে একের পর এক হিট গান৷ যা খুবই শ্রুতি মধুর৷ সেই কারণে স্বয়ং সঙ্গীত পরিচালককে কাছে পেয়ে সুযোগ নষ্ট করতে চাননি পাহাড়ি রাস্তার এই গাইড৷ তবে সেই সময় তাপমাত্রা হিমাঙ্কে অনেকটাই নিচে৷ সঙ্গে পাহাড়ের উচ্চতায় গলা কেঁপে আসছিল শান্তনুর৷ সঙ্গীত যন্ত্রটি বাজাতেও বেশ বেগ পেতে হয়েছিল৷ তবে অনুরোধ ফেলবেন কীভাবে! তাই তো পাহাড়ে কোলে উঠল বেজে পিয়ু বোলে পিয়া বোলে, মন খুলে গান শোনালেন শান্তনু মৈত্র (Shantanu Moitra sings Piyu bole piya bole at Ladakh) ৷ পুরনো এই ভিডিওটি শেয়ার করেন সুরকার নিজেই৷ যা দেখে বাহবা দিচ্ছেন সঙ্গীতপ্রেমীরা৷
advertisement
বলিউডের অন্যতম সেরা সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র (Shantanu Moitra video) ৷ তাঁর তৈরি সুর মনের মধ্যে দোলা দেয়৷ বাঙালি এই সঙ্গীত পরিচালক খুবই বাছাই করা কাজ করেন৷ বাকি সময় তিনি নিজের মতন করে কাটাতে পছন্দ করেন, যার মধ্যে অধিকাংশ সময় তিনি বেড়াতে যান৷ পাহাড় তাঁর ভীষণ পছন্দের৷ তাই তো মাঝে মধ্যেই তিনি বেড়িয়ে পড়েন পাহাড়ের রাস্তায় এবং সেখান থেকেই তিনি মনের খোড়াক খুঁজে পান৷ অনেক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন৷ এমনও বলেছেন যে কোনও পাহাড়ি নির্জন জায়গায় বসেই ছবির জন্য সুর তৈরি করেছেন তিনি (Shantanu Moitra bollywood music)৷ তাঁর তৈরি ছবির গান যেমন জনপ্রিয়, তেমনই জনপ্রিয় তাঁর বেড়ানোর ভিডিওগুলি৷ যা শান্তনুর সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যায়৷ এবার এমনই এক বেড়ানোর অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সুরকার, যেখানে দেখা গিয়েছে লাদাখের বরফ ঢাকা রাস্তায় তিনি শোনাচ্ছেন তাঁর তৈরি পরিণীতা ছবির পিয়ু বোলে পিয়া বোলে গানটি (Piyu bole Piya bole, Film Parineeta)৷
advertisement
advertisement
২০০৩ থেকে বলিউডে যাত্রা শুরু শান্তনু মৈত্রর৷ শুভা মুদগলের সঙ্গে তাঁর প্রথম কাজ স্বপ্না দেখা হ্যায় মেয়নে৷ এরপর তিনি সুর দেন সুধীর মিশ্রর  হাজারো খোয়াইশে অ্যায়সি ছবিতে৷ তারপর প্রদীপ সরকারের ছবি পরিণীতায় সুর দেন শান্তনু মৈত্র, যা রাতারাতি তাঁকে বিখ্যাত করে দেয়৷
advertisement
এরপর ৩ ইডিয়টস, লগে রহো মুন্নাভাই, লাগা চুনরি মে দাগের মতো ছবিতে সুর দিয়েছেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Amazing! মারাত্মক ঠান্ডায় কাঁপছে শরীর, আবদার মেটাতে পিয়ু বোলে গাইছেন শান্তনু মৈত্র, দেখুন ভিডিও...
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement