হেনস্থার শিকার হলেন বলি অভিনেত্রী শমিতা শেট্টি
Last Updated:
#মুম্বই : এক বাইক চালকের হাতে হেনস্থা হতে হত বলিউড অভিনেত্রী শমিতা শেট্টিকে ৷ একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে ৷ সূত্রের খবর, শমিতা শেট্টির গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের পরে ৩৯ বছরের এই অভিনেত্রীকে মৌখিকভাবে হয়রানি করা হয়েছিল।
বাইকচালক ছাড়াও তাঁর দুই বন্ধুও সওয়ার ছিলেন বাইকে। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল চালককে শমিতার গাড়িতে ধাক্কা দেওয়ার পর শমিতার গাড়ির চালক দর্শন সাওয়ান্ত তাঁদের সঙ্গে কথা বলতে গাড়ি থেকে নামেন। এরপরেই চালকের সঙ্গে ওই তিনজনের বচসা শুরু হয়। থানের ভিভিয়ানা মলের কাছে এই ঘটনাটি ঘটে, অভিযোগ ওই বাইকচালক শমিতার গাড়ির চালককে থাপ্পড়ও মারে। মুম্বইয়ের রাবডি থানায় অভিনেত্রী শমিতা এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।
advertisement
পুলিশ জানিয়েছে, “তিন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধেই মামলা চলছে, গাড়ির বিশদ বিবরণ শমিতা শেঠির চালক দর্শন সাওয়ান্ত, বাইক চালক ও আরোহীদের সন্ধান না পেলেও বাইকটি উদ্ধার হয়েছে।”
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 30, 2019 8:39 PM IST