সায়ন্তিকাকে উত্যক্ত করছেন ইনি, ছবি পোস্ট করলেন নায়িকা

Last Updated:
#কলকাতা: এই তো কিছুদিন আগে টলি নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিএমডব্লিউ গাড়ির পিছনে ধাওয়া করেছিলেন তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড জয় মুখোপাধ্যায় ৷ ভরা রাস্তায় নায়িকার গাড়ির উপর তিনি ঝাপিয়ে পড়েছিলেন বলে অভিযোগ ৷ এমনকী নায়িকার ম্যানেজারকে মারধর করার অভিযোগে নায়িকার তরফে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছিল ৷ তা নিয়ে জল ঘোলা তো কম হয়নি ৷
সেই সব সমস্যা কাটিয়ে উঠে এখন বিন্দাস সময় কাটাচ্ছেন তিনি ৷ এই তো গতকাল মার্সিডিজ গাড়ি কিনেছেন সায়ন্তিকা ৷ সে ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেছেন তিনি ৷ বেজায় খুশি সায়ন্তিকা ৷
এরপর দিনই অর্থাৎ আজ এক্কেবারে অন্যরকম একটি পোস্ট দিয়েছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ৷ কেউ নাকি তাঁর উপর নজর রাখছেন ৷ পিছু করছেন কেউ একজন ৷ আর তাকে হাতেনাতে ধরেও ফেললেন তিনি ৷ তুললেন তার ছবিও ৷ আর সেই ছবিই নিজের ইনস্টা পেজে শেয়ার করেছেন নায়িকা ৷
advertisement
advertisement

Ever seen a stalker as cute as Tiki?

A post shared by Sayantika Banerjee (@iamsayantikabanerjee) on

advertisement
ভাবছেন নায়িকার উপর নজর রাখছে কে ? সে আর কেউ নয় ৷ এই কাণ্ডটি ঘটিয়েছে সায়ন্তিকার পোষ্য টিকি ৷ ঠিক কী ঘটেছিল ব্যাপারটা? সায়ন্তিকা তখন ফোনে ব্যস্ত ৷ হঠাৎ তিনি বুঝতে পারেন যে টিকি তাঁর ফোনের দিকে তাকিয়ে ৷ ভাবটা এমন যেন-সায়ন্তিকা কী করছেন তা নখদর্পণে রাখার চেষ্টায় সে ৷ আর সেই মজার মুহূর্তটা কাল বিলম্ব না করেই ক্যামেরা বন্দি হল ৷ এই ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সায়ন্তিকা ৷ যার ক্যাপশনে তিনি লিখেছেন,‘‘কখনও টিকির চেয়ে মিষ্টি উত্ত্যক্তকারী দেখিনি ৷’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
সায়ন্তিকাকে উত্যক্ত করছেন ইনি, ছবি পোস্ট করলেন নায়িকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement