#কলকাতা: শুক্রবার দুপুর ১.১৫ নাগাদ অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা চালায় তাঁর প্রাক্তন প্রেমিক জয় মুখোপাধ্যায় ৷ রীতিমত ধাওয়া করে সাদার্ন অ্যাভিনিউ-গোলপার্ক ক্রসিং-এ সায়ন্তিকার গাড়িতে হামলা চালান জয় ৷ তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার অভিনেত্রীর বাড়িতে চড়াও হয়েছেন জয় ৷ হেনস্থা করেছেন সায়ন্তিকার মাকেও ৷ জানাচ্ছে সাযন্তিকার পরিবার ৷
আরও পড়ুন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে হামলা, গ্রেফতার অভিনেতা জয় মুখোপাধ্যায়
সম্পর্কে থাকার দরুন সায়ন্তিকার পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব ছিল জয়ের ৷ সম্পর্ক ভেঙে গেলেও কখনই সায়ন্তিকার পরিবার জয়ের সঙ্গে দুর্ব্যবহার করেননি ৷ কিন্তু তারপরও বেশ কয়েকবার সায়ন্তিকার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের অপমান করেছেন জয় ৷ হেনস্থা করেছেন সায়ন্তিকার মাকেও, পরিবার সূত্রে এমনই তথ্য সামনে আসছে ৷ বাড়িতে ঢুকতে বাধা দিলে জয় মারধরও করেছেন নিরাপত্তারক্ষীকে ৷ এরপরও পরিবার পক্ষে কোন অভিযোগ দায়ের কারা হয়নি ৷
আরও পড়ুনমেয়েদের লড়াইয়ের কাহিনিই ধরা পড়ল উড়নচণ্ডীর ট্রেলারে
কিন্তু গতকাল যা ঘটেছে সায়ন্তিকার সঙ্গে, তারপর ভীষণভাবেই ভীত বন্দ্যোপাধ্যায় পরিবার ৷ নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা ৷ নিরাপত্তা চেয়ে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলেছেন তাঁরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Harassment, Joy Mukherjee, Sayantika Banerjee, Tollywood