দীপিকা-রণবীর জঘন্য, খারাপ মানুষ ! খারাপ অভিজ্ঞতা এক ফ্যানের
Last Updated:
#ফ্লোরডা: ছুটিতে দীপিকা-রণবীর ৷ হাতে হাত ধরে ঘুরছে দুজনে ৷ এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়েছে ৷ এক ভক্তের কীর্তিতে আপাতত গোটা দুনিয়া জেনেছে দীপিকা ও তাঁর বিশেষ বন্ধু রণবীরের ফ্লোরিডার হলিডের কথা ৷ ফ্লোরিডার উইনিভার্সাল স্টুডিওতে ঘুরতে গিয়েছিলেন দুজনে ৷ রাস্তায় হাত ধরেই ছিলেন একে অপরের ৷ একই জায়গায় উপস্থিত ছিলেন তাঁদের এক অন্ধ ভক্ত জেইনাব ৷ সামনে প্রিয় তারকাকে পেয়ে সময় নষ্ট করেননি তিনি ৷ ঝটপট তুলে ফেলেন ছবি ও ভিডিও ৷ কিন্তু ছবি তোলার সঙ্গে এক খারাপ অভিজ্ঞতা হল তাঁর ৷
advertisement
যাদের অন্ধভক্ত ছিলেন জেইনাব, তারাই এখন যেন তাঁর চোখের বালি !সরাসরি নিজের ইনস্টাগ্রামে জেইনাব লিখেছেন তাঁর অভিজ্ঞতার কথা ৷ বলেছেন ছবি তোলার অনুমতি তিনি নিয়েছিলেন ৷ কিন্তু তারপরও রণবীর ভীষণ চিৎকার করেন তাঁর ওপর ৷ কটু কথাও বলে ৷ এতেই মন ভেঙেছে এই ভক্তের ৷ তিনি বলছেন, যতই পর্দায় ঝকঝকে দেখাক এই অভিনেতা-অভিনেত্রীদের, বাস্তবে এরা মোটেও ভাল নয় ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2018 10:30 AM IST