দীপিকা-রণবীর জঘন্য, খারাপ মানুষ ! খারাপ অভিজ্ঞতা এক ফ্যানের

Last Updated:
#ফ্লোরডা: ছুটিতে দীপিকা-রণবীর ৷ হাতে হাত ধরে ঘুরছে দুজনে ৷ এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়েছে ৷ এক ভক্তের কীর্তিতে আপাতত গোটা দুনিয়া জেনেছে দীপিকা ও তাঁর বিশেষ বন্ধু রণবীরের ফ্লোরিডার হলিডের কথা ৷ ফ্লোরিডার উইনিভার্সাল স্টুডিওতে ঘুরতে গিয়েছিলেন দুজনে ৷ রাস্তায় হাত ধরেই ছিলেন একে অপরের ৷ একই জায়গায় উপস্থিত ছিলেন তাঁদের এক অন্ধ ভক্ত জেইনাব ৷ সামনে প্রিয় তারকাকে পেয়ে সময় নষ্ট করেননি তিনি ৷ ঝটপট তুলে ফেলেন ছবি ও ভিডিও ৷ কিন্তু ছবি তোলার সঙ্গে এক খারাপ অভিজ্ঞতা হল তাঁর ৷
Photo Courtesy : Instagram Photo Courtesy : Instagram
Photo Courtesy: Instagram Photo Courtesy: Instagram
advertisement
Photo Courtesy: Instagram Photo Courtesy: Instagram
যাদের অন্ধভক্ত ছিলেন জেইনাব, তারাই এখন যেন তাঁর চোখের বালি !সরাসরি নিজের ইনস্টাগ্রামে জেইনাব লিখেছেন তাঁর অভিজ্ঞতার কথা ৷ বলেছেন ছবি তোলার অনুমতি তিনি নিয়েছিলেন ৷ কিন্তু তারপরও রণবীর ভীষণ চিৎকার করেন তাঁর ওপর ৷ কটু কথাও বলে ৷ এতেই মন ভেঙেছে এই ভক্তের ৷ তিনি বলছেন, যতই পর্দায় ঝকঝকে দেখাক এই অভিনেতা-অভিনেত্রীদের, বাস্তবে এরা মোটেও ভাল নয় ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দীপিকা-রণবীর জঘন্য, খারাপ মানুষ ! খারাপ অভিজ্ঞতা এক ফ্যানের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement