মাথায় ঘোমটা না দিয়ে আমি কথা বলি না: রাখি সাওয়ান্ত
Last Updated:
#মুম্বই: রাখি সাওয়নান্তের বিয়ে! কথাটা শুনতে কানে যতই খটকা লাগুক, চোখে দেখতে গিয়ে যতই চোখ রগড়ান না কেন এমন কথা ঘোষণা করেছিলেন রাখি স্বয়ং ৷ এবার নাকি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের কনট্রোভার্সি ক্যুইন ৷ এবার হবু বর দীপক কালালের সঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন রাখি ৷
সেখানেই তাঁকে বিয়ের জন্য আগাম শুভেচ্ছা জানান সাংবাদিকরা ৷ সকলের উদ্দেশ্যে প্রণাম জানান রাখিও ৷ এরপরেই তাঁর বক্তব্য, তিনি মাথায় ঘোমটা না দিয়ে কথা বলেন না ৷ তাই মাথায় আঁচল টেনে বসেন ৷ পাশে বসা হবু স্বামী দীপক অবশ্য তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন ৷ দীপক বলেন, ‘‘তুমি ছম্মক ছল্লো ৷ তুমি কেন এভাবে নিজেকে ঢেকে নিচ্ছ?’’ এর উত্তরে রাখি বলেন, ‘‘এমনিও আমাদের বিয়ে এ দেশে হচ্ছে না ৷ কিন্তু যতক্ষণ আমি ভারতে আছি ততক্ষণ তো আমাকে ভারতীয় নারী হয়ে থাকতে দাও ৷’’ এর উত্তরে দীপক বলেন, ‘‘তার মানে তো এ নয় যে তুমি নিজেকে আঁচলে ঢেকে রাখবে ৷ তুমি রাখি সাওয়ান্ত ৷’’ দীপকের এই মন্তব্যে রেগে যান ড্রামা ক্যুইন ৷ বলেন, ‘‘তুম পতি হো কি পতিলা?’’
advertisement
advertisement
এর আগেও একবার রাখি সাওয়ান্তের সয়ম্বর সভার আয়োজন করা হয়েছিল টেলভিশন শো-তে ৷ বেশ জনপ্রিয়ও হয়েছিল সেই শো ৷ বহু টালবাহানা, নাটুকে কার্যকলাপের পর ক্যানাডিয়ান ব্যবসায়ী, ইলেশ পারুজানওয়ালাকে পছন্দ করেছিলেন রাখি ৷ মালাবদল, আংটিবদল, সবই সম্পন্ন হয়েছিল ৷ কিন্তু শেষ পর্যন্ত বিয়ের পিঁড়ি পর্যন্ত টেঁকেনি সেই সম্পর্ক ৷
advertisement
বেশ কিছুদিন ধরেই রাখির সঙ্গে দীপকের নাম জড়িয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল ৷ এবার সেই খবরই সত্যি হল ৷ এবার অবশ্য বিয়ে নিয়ে বেশ সিরিয়াস রাখি ৷ এদিন নিজের ইনস্টাগ্রামে বিয়ের কার্ডের ছবি পোস্ট করে হাটে হাঁড়ি ভাঙেন ড্রামা ক্যুইন রাখি ৷ সেখানেই তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বর দীপক কালালের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি ৷ তবে রাখি মানেই সেখানে ড্রামা থাকবেই ৷ সেই নাটকের প্রথম পর্ব শুরুও হয়ে গেল ৷
advertisement
ভার্জিনিটি টেস্ট করালেন রাখি ৷ তাঁকে দেওয়া চিকিৎসকের শংসাপত্র আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন হবু স্বামী কালাল ৷ নীচের ক্যাপশনে লেখেন, ‘‘বেবি, তুমি আমায় গর্বিত করেছ ৷’’ ওই শংসাপত্র অনুযায়ী, ডাক্তার চুদারিয়া রাখিকে সবদিক থেকে ভার্জিন বলে স্বীকৃতি দিয়েছেন ৷ ক্যাপশনে দীপক লেখেন, ‘‘তুমি সামনে এবং পিছন, দু’দিক থেকেই পবিত্র ৷ নীচেও পবিত্র ৷ ডাক্তার চুদারিয়া তোমার শরীর-মন ৩ ঘণ্টা ধরে পরীক্ষা করেছেন ঠিকই, তবে রেজাল্ট ভাল দিয়েছেন ৷’’ দীপকের এই পোস্ট নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
advertisement
View this post on Instagram
advertisement
A post shared by Viral Bhayani (@viralbhayani) on
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 01, 2018 4:12 PM IST