মাথায় ঘোমটা না দিয়ে আমি কথা বলি না: রাখি সাওয়ান্ত

Last Updated:
#মুম্বই: রাখি সাওয়নান্তের বিয়ে! কথাটা শুনতে কানে যতই খটকা লাগুক, চোখে দেখতে গিয়ে যতই চোখ রগড়ান না কেন এমন কথা ঘোষণা করেছিলেন রাখি স্বয়ং ৷ এবার নাকি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের কনট্রোভার্সি ক্যুইন ৷ এবার হবু বর দীপক কালালের সঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন রাখি ৷
সেখানেই তাঁকে বিয়ের জন্য আগাম শুভেচ্ছা জানান সাংবাদিকরা ৷ সকলের উদ্দেশ্যে প্রণাম জানান রাখিও ৷ এরপরেই তাঁর বক্তব্য, তিনি মাথায় ঘোমটা না দিয়ে কথা বলেন না ৷ তাই মাথায় আঁচল টেনে বসেন ৷ পাশে বসা হবু স্বামী দীপক অবশ্য তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন ৷ দীপক বলেন, ‘‘তুমি ছম্মক ছল্লো ৷ তুমি কেন এভাবে নিজেকে ঢেকে নিচ্ছ?’’ এর উত্তরে রাখি বলেন, ‘‘এমনিও আমাদের বিয়ে এ দেশে হচ্ছে না ৷ কিন্তু যতক্ষণ আমি ভারতে আছি ততক্ষণ তো আমাকে ভারতীয় নারী হয়ে থাকতে দাও ৷’’ এর উত্তরে দীপক বলেন, ‘‘তার মানে তো এ নয় যে তুমি নিজেকে আঁচলে ঢেকে রাখবে ৷ তুমি রাখি সাওয়ান্ত ৷’’ দীপকের এই মন্তব্যে রেগে যান ড্রামা ক্যুইন ৷ বলেন, ‘‘তুম পতি হো কি পতিলা?’’
advertisement
rakhi-marriage1
advertisement
এর আগেও একবার রাখি সাওয়ান্তের সয়ম্বর সভার আয়োজন করা হয়েছিল টেলভিশন শো-তে ৷ বেশ জনপ্রিয়ও হয়েছিল সেই শো ৷ বহু টালবাহানা, নাটুকে কার্যকলাপের পর ক্যানাডিয়ান ব্যবসায়ী, ইলেশ পারুজানওয়ালাকে পছন্দ করেছিলেন রাখি ৷ মালাবদল, আংটিবদল, সবই সম্পন্ন হয়েছিল ৷ কিন্তু শেষ পর্যন্ত বিয়ের পিঁড়ি পর্যন্ত টেঁকেনি সেই সম্পর্ক ৷
advertisement
বেশ কিছুদিন ধরেই রাখির সঙ্গে দীপকের নাম জড়িয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল ৷ এবার সেই খবরই সত্যি হল ৷ এবার অবশ্য বিয়ে নিয়ে বেশ সিরিয়াস রাখি ৷ এদিন নিজের ইনস্টাগ্রামে বিয়ের কার্ডের ছবি পোস্ট করে হাটে হাঁড়ি ভাঙেন ড্রামা ক্যুইন রাখি ৷ সেখানেই তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বর দীপক কালালের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি ৷ তবে রাখি মানেই সেখানে ড্রামা থাকবেই ৷ সেই নাটকের প্রথম পর্ব শুরুও হয়ে গেল ৷
advertisement
• সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাখি নিজের বিয়ের খবর সত্যি বলে জানিয়েছেন ৷ লস অ্যাঞ্জেলসে বিয়ে হলেও দেশে গ্র্যান্ড পার্টির আয়োজন করা হবে বলেও জানান ড্রামা ক্যুইন ৷
ভার্জিনিটি টেস্ট করালেন রাখি ৷ তাঁকে দেওয়া চিকিৎসকের শংসাপত্র আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন হবু স্বামী কালাল ৷ নীচের ক্যাপশনে লেখেন, ‘‘বেবি, তুমি আমায় গর্বিত করেছ ৷’’ ওই শংসাপত্র অনুযায়ী, ডাক্তার চুদারিয়া রাখিকে সবদিক থেকে ভার্জিন বলে স্বীকৃতি দিয়েছেন ৷ ক্যাপশনে দীপক লেখেন, ‘‘তুমি সামনে এবং পিছন, দু’দিক থেকেই পবিত্র ৷ নীচেও পবিত্র ৷ ডাক্তার চুদারিয়া তোমার শরীর-মন ৩ ঘণ্টা ধরে পরীক্ষা করেছেন ঠিকই, তবে রেজাল্ট ভাল দিয়েছেন ৷’’ দীপকের এই পোস্ট নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
advertisement
View this post on Instagram
advertisement
A post shared by Viral Bhayani (@viralbhayani) on
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মাথায় ঘোমটা না দিয়ে আমি কথা বলি না: রাখি সাওয়ান্ত
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement