ছেলের নাম করে ১ কোটি ২৫ লক্ষ টাকা চাওয়াটা হাস্যকর: রাহুল বন্দ্যোপাধ্যায়
Last Updated:
#কলকাতা: বাংলা ধারাবাহিকে অভিনয় করতে করতেই প্রেম ৷ ধারাবাহিকে ভাই-বোন হলেও, বাস্তবে কখন যে একে অপরকে ভালবেসে ফেলেছিলেন জানতেন না তাঁরাও ৷ এরপর ২০০৮ সালে মুক্তি পেল রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’৷ ছবির জুটি ধীরে ধীরে বাস্তবেও বৈবাহিক জীবনে আবদ্ধ হল ২০১০ সালে ৷ প্রিয়াঙ্কা সরকারের বয়স তখন মাত্র ১৯ ৷ আর অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল) সবে পা দিয়েছেন ২৫ বছরে ৷
এরপর ২০১৩ সালে বাইপাসের ধারের একটি বেসরকারি নার্সিংহোমে একটি পুত্রসন্তানের জন্ম দেন প্রিয়াঙ্কা ৷ রাহল-প্রিয়াঙ্কার সুখের সংসার ছেলে সহজ আসায় যেন পরিপূর্ণতা পেল ৷ তবে প্রিয়াঙ্কা যে সন্তানসম্ভবা, সে নিয়ে গোপনয়ীতা বজায় রেখেছিলেন এই দুই টলি তারকাই ৷ যেমন তাঁদের বৈবাহিক জীবনে যে ভাটা চলছে তা নিয়েও বরাবরই প্রকাশ্যে মুখ খোলেননি কেউই ৷ তবে সম্পর্কটা যে ভাল যাচ্ছিল না এ নিয়ে জানাজানি হয় বছর দুয়েক আগে ৷ তা প্রকাশ্যে আসে রাহুলের একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে ৷
advertisement
advertisement
জানা যায় রাহুলের বিজয়গড়ের ফ্ল্যাট থেকে ছেলে সহজকে নিয়ে কামালগাজির একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন প্রিয়াঙ্কা ৷ এই কাপল আলাদা আলাদা থাকলেও এ নিয়ে মুখ খোলেননি তিনি ৷
এবার স্বামী রাহুলের বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন প্রিয়াঙ্কা ৷ একই সঙ্গে এটাও অভিযোগ জানিয়েছেন যে, গত দু’বছর ধরে তাঁরা মিউচ্যুয়াল সেপারেশনে রয়েছেন ৷ তবে তাঁদের মধ্যে চুক্তি হয়েছিল যে সন্তান এবং প্রিয়াঙ্কার দায়িত্ব নেবেন রাহুল ৷ এ বছর ছেলে সহজকে হাই স্কুলে ভর্তি করার কথা ছিল ৷ তবে তার জন্য একটা বিপুল অঙ্কের টাকার প্রয়োজন ৷
advertisement
advertisement
ছেলের ভরণপোষণের দায়িত্ব অস্বীকার নিয়ে প্রশ্ন করা হলে রাহুল বলেন, ‘‘আমার থেকে যে পরিমাণ অঙ্কের টাকা চাওয়া হয়েছিল সেটা কিন্তু বলা হয়নি ৷ আমার থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা দাবি করা হয়েছিল ৷ আমি বাংলা সিরিয়ালের একজন অভিনেতা ৷ শাহরুখ খান নই ৷ আমি এত টাকা একসঙ্গে চোখেই দেখিনি ৷ দেবো কোথা থেকে! আর ছেলের নাম করে এই বিপুল অঙ্কের টাকাটা দাবি করা হাস্যকর ৷’’
advertisement
একই সঙ্গে অভিনেতার দাবি, গত দু’বছর ধরে ছেলে সহজের জন্য দুধ থেকে শুরু করে জামা-কাপড় কেনা সবটাই করেছেন তিনি ৷ একজন বাবার দায়িত্ব যেমনটা হয়, তার গোটা দায়িত্ব পালন করেছেন রাহুল নিজে ৷ এমনকী প্রত্যেক মাসে ছেলের সমস্ত প্রয়োজনীয় খরচ বাবদ ২৫ হাজার টাকা করে প্রিয়াঙ্কাকে দিয়ে এসেছেন বলেও দাবি তুলেছেন রাহুল ৷ এই বিষয়টি এখন আদালতের চৌকাঠে পৌঁছেছে ৷ এবার যা ব্যবস্থা নেওয়ার আইনত নেবেন বলে জানিয়ে দিয়েছেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ও ৷
advertisement
ইনপুট: দেবপ্রিয় দত্ত মজুমদার ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 20, 2018 4:28 PM IST