Viral Video|KBC 13: Katrina Kaif-এর সঙ্গে Tip Tip Barsa Paani-তে নেচে কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চ কাঁপালেন Amitabh Bachchan

Last Updated:

Viral Vide|KBC 13: ক্যাটরিনার সঙ্গে অমিতাভ বচ্চন নাচলেন টিপটিপ বর্ষা পানি গানে, ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

ক্যাটরিনা কাইফ ও অমিতাভ বচ্চন ৷ (Instagram/sonytvofficial) ৷
ক্যাটরিনা কাইফ ও অমিতাভ বচ্চন ৷ (Instagram/sonytvofficial) ৷
#মুম্বই: জাতীয় টেলিভিশনের জনপ্রিয় শো কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চ এবার কাঁপল অমিতাভ বচ্চনের তুমুল নাচে (Kaun Banega Crorepati Season 13 or KBC 13) ৷ শুক্রবারের পর্বটি ছিল অত্যন্ত বিশেষ সূর্যবংশীর সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা কেবিসির (KBC 13) মঞ্চে উপস্থিত হয়েছিলেন ৷ অক্ষয় কুমার (Akshay Kumar), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও নির্দেশক রোহিত শেট্টি উপস্থিত হয়েছিলেন (Director Rohit Shetty) ৷ রোহিত শেট্টি (Rohit Shetty) বিগ বির (BIG B) প্রশ্নের শুধুই উত্তরই দেননি তাঁর সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন, করেছেন মস্তিও ৷
advertisement
advertisement
অমিতাভ বচ্চন ভাল কাজের জন্য রোহিত শেট্টির অত্যন্ত প্রশংসা করেছিলেন ৷ কেবিসি ১৩-তে (KBC 13) শুক্রবারে কোনও না কোনও সেলিব্রিটি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হন, হটসিটে অমিতাভ বচ্চন৷ অক্ষয় কুমার (Akshay Kumar), রোহিত শেট্টি (Rohit Shetty) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) উপস্থিত হতে পরিবেশ অত্যন্ত মনোরম হয়ে ওঠে ৷ ক্যাটরিনা কাইফ অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর আসন্ন ছবির গান টিপটিপ বর্ষা পানি গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে (Amitabh Bachchan Dances With Katrina Kaif over Tip Tip Barsa Paani) ৷ ক্যাটরিনার সঙ্গে অমিতাভ বচ্চনের নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: Ranu Mandal: বিরাট চমক! বাংলাদেশের হিরো আলমের সঙ্গী হচ্ছেন রানাঘাটের রানু মণ্ডল? কাণ্ডটা কী?
যখন অপেক্ষাকৃত কঠিন স্টেপ করার সময় এসেছিল তখনই অমিতাভ বচ্চন হাত জোড় করে নেন ৷ এই পর্বের প্রোমোতে ২ জন স্টান্টম্যানকে দেখানো হয়েছে যাঁরা রোহিত শেট্টির প্রশংসায় অনেক কিছুই বলেছেন ৷ তিনি জানিয়েছেন সেটে রোহিত শেট্টি (Rohit Shetty) তাঁদের নিরাপত্তা বা সুরক্ষা নিয়ে চিন্তিত থাকেন ৷ কেউ যদি দুর্ঘটনাগ্রস্ত হন সেক্ষেত্রে তাঁকে সমস্ত রকমের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন রোহিত শেট্টি ৷
advertisement
রোহিত শেট্টির এই রকমের প্রশংসার কথা শুনে অমিতাভ বচ্চন বেশ খুশি হয়েছেন ৷ মুক্তি পাওয়ার প্রথম দিনেই কাঁপিয়েছে সূরবংশী ৫ নভেম্বর ২০২১-এ ২৬.২৯ কোটি টাকা রোজগার করেছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video|KBC 13: Katrina Kaif-এর সঙ্গে Tip Tip Barsa Paani-তে নেচে কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চ কাঁপালেন Amitabh Bachchan
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement