একি... বিয়ের কয়েকদিনের মধ্যেই বরের গানে মন নেই প্রিয়াঙ্কার ! দেখুন ছবি

Last Updated:
#মুম্বই: নিক জোনস গিটারে সুর তুলে গাইছেন গান আর প্রিয়াঙ্কা লেপ মুড়ি দিয়ে দিব্যি ঘুমোচ্ছেন ! একি হচ্ছে ৷ এই তো সবে বিয়ে হল তাঁদের ৷ তার মধ্যেই একে অপরের প্রতি আগ্রহ হারিয়েছেন নাকি ? না হলে নিক গিটার বাজাচ্ছেন আর প্রিয়াঙ্কার কোন সাড়াশব্দ নেই !
বছরের প্রথমদিনই ঘটেছে এই ঘটনা ৷ নিক নিজের ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেছেন ৷ সেখানেই দেখা গিয়েছে প্রিয়াঙ্কার এই নিরুত্তাপ ছবিটি ৷ যদিও এর আগেই একের পর এক পার্টিতে ব্যস্ত ছিলেন নিক-প্রিয়াঙ্কা দুজনেই ৷ ক্রিসমাস থেকেই শুরু হয়েছিল দুই পরিবারের উৎসব পালন ৷ একে অপরকে চুমু খেয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন নিক-প্রিয়াঙ্কা ৷
advertisement
Photo Courtesy: Instagram Photo Courtesy: Instagram
advertisement
আসলে পোস্টটিতে নিক লিখেছেন, কোয়েট নিই ইয়ার মর্নিং, যার মানে দাঁড়ায় অলস নতুন বছরের সকাল ৷ এটা তো ঠিক, প্রিয়জনের সঙ্গেই আপনি সবথেকে বেশি স্বচ্ছন্দ্যে থাকতে পারেন ৷ কোন  বাড়তি আবেগের বহিরপ্রকাশের প্রয়োজন পড়ে না ৷ ঠিক সেই কারণেই নিকের পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা আ নিকও একইভাবে আনন্দে গান ধরেছেন ৷ pri2
বাংলা খবর/ খবর/বিনোদন/
একি... বিয়ের কয়েকদিনের মধ্যেই বরের গানে মন নেই প্রিয়াঙ্কার ! দেখুন ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement