‘‘এলোমেলো করে দে মা’’- চুমুর চোটে প্রিয়াঙ্কার পোশাকের হাল খারাপ, যা করলেন নিক, দেখুন
- Published by:Debalina Datta
Last Updated:
নিক-প্রিয়াঙ্কার আদরের ভিডিও থেকে চোখ সরানো যাচ্ছে কি?
#ক্যালিফোর্নিয়া: বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২১ (Billboard Music Awards 2021)-এর মঞ্চে চোখ ধাঁধানো সাজে দেখা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)। সঙ্গে অবশ্যই যোগ্য সঙ্গত দিলেন স্বামী নিক জোনাস (Nick Jonas)। তবে শুধু তাই নয়, দুর্ঘটনাবশত স্ত্রী-র পোশাকে তাঁর পা পড়ে যাওয়ায় তৎক্ষনাৎ তা ঠিক ধরে দেন সঙ্গীতশিল্পী নিক। আর এতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসলেন আমেরিকার এই জনপ্রিয় পপ তারকা। সেলিব্রিটি দম্পতির এ হেন ভালবাসায় মুগ্ধ নেটদুনিয়া৷
পুরস্কারের মঞ্চে উপস্থাপিকা হিসেবে হাজির ছিলেন প্রিয়াঙ্কা, যেখানে নিক ছিলেন শো-এর সঞ্চালক। দম্পত্তির অসাধারণ পোশাক-সহ ইতিমধ্যে সঙ্গীতের পুরস্কারের অনুষ্ঠানটির বেশ কিছু ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে Intagram-এ একজন ফ্যানের অ্যাকাউন্টে একটি ভিডিওতে দেখা গিয়েছে, ক্যামেরায় পোজ দেওয়ার আগে নিক প্রিয়াঙ্কাকে চুম্বন করতে ঝোঁকেন। কিন্তু দুর্ঘটনাক্রমে স্ত্রীর পোশাকের উপর তাঁর পা পড়ে যায়। তৎক্ষনাৎ তিনি নিচু হয়ে প্রিয়াঙ্কার পোশাক ঠিক করে দেন। নিকের এই কাজের জন্য ফ্যানেরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, "কী অসম্ভব ভদ্রলোক" আবার অন্য একজন বলেছেন, "তাঁরা কী মিষ্টি"।
advertisement
advertisement
advertisement
এদিকে, গত সোমবার স্বামী নিকের জন্য মর্মস্পর্শী লেখা পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। Intagram-এ প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, নিককে আলিঙ্গন করে রয়েছেন তিনি। আর অভিনেত্রীর কপালে চুমু খাচ্ছেন নিক। ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘স্বামীর প্রশংসায় এই পোস্ট। পাঁজরের চিড়ও পারে না এই মানুষটাকে কাজের থেকে আটকে রাখতে। তোমার জন্য আমি গর্বিত। তোমার কাজের প্রতি নৈতিকতা, শ্রেষ্ঠত্ব সাধনা! আমাকে প্রতি দিন তুমি অনুপ্রেরণা দাও। ভালোবাসি তোমায়।’
advertisement
advertisement
প্রসঙ্গত, এক রিয়েলিটি শোয়ে সদ্যই চোট পেয়েছেন নিক জোনাস। কিন্তু কাজের প্রতি দায়বদ্ধ নিক অসুস্থ শরীর নিয়েই চালিয়ে গিয়েছেন শ্যুটিং। আর তাই, স্বামী নিকের প্রশংসায় পঞ্চমুখ প্রিয়াঙ্কা।
আবার প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিটি নিজের Intagram থেকে শেয়ার করেছেন পপ তারকা নিক জোনাসও। নিক লিখেছেন, ‘এই সপ্তাহ শুরু করেছিলাম বাইক দুর্ঘটনায় পাঁজরের চিড় নিয়ে। আর শেষ করলাম, আমার সুন্দরী বউয়ের সঙ্গে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে উপস্থাপনা দিয়ে। তোমায় অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, দ্রুত সেরে উঠতে আমাকে এভাবে সাহায্য করার জন্য।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 26, 2021 8:06 PM IST