বিয়ের এত বছর পর এমনই হয়, বলছেন নীতু কাপুর !

Photo Courtesy: Instagram

Photo Courtesy: Instagram

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: বিয়ের ৩৮ বছর পার ৷ আর এত বছর দাম্পত্য জীবনে স্ত্রী যা করেন, তার ঠিক উল্টো কাজটি করেন স্বামী ৷ তাই তো স্ত্রী যখন সেলফি তুলছেন, স্বামী তখন মাথা নীচু করে ফোনে নিজের কাজে ব্যস্ত ! এই অভিজ্ঞতাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন ঋষি পত্নি নীতু কাপুর ৷

    ৩৮ বছর আগে বিয়ে হয় ঋষি ও নীতুর ৷ তখন দুজনেই স্টার ৷ তবে কাপুর ফ্যামিলির রীতি মেনে সিনেমা থেকে সরে আসেন নীতু ৷ মন দেন ঘর সংসারে ৷ ছেলে ও মেয়েকে মানুষ করে তোলেন তিনি ৷ সেই কারণেই তো এখন ঋষি ঘরনীর কথাতেই চলে তাঁদের সংসার ৷

    আপাতত ঋষি কাপুর রয়েছেন নিউইয়র্কে ৷ অজানা অসুস্থতার কারণে তাঁর চিকিৎসা চলছে ৷ সঙ্গে রয়েছে স্ত্রী নীতুও ৷ এই সময়ই নিজেদের বিয়ের ৩৮ বছর সেলিব্রেট করতে গিয়েছেন দুজনে ৷ লাঞ্চ ডেটে নীতু তুলছেন ছবি আর ঋষি ব্যস্ত নিজের ফোন নিয়ে ৷ আসলে একে অপরকে নিয়ে এতটাই অভ্যস্থ হয়ে যায় বিয়ের এত বছর পর, যে আলাদা করে অন্যকে মন জয় করার তাগিদ থাকে না ৷ ভালবাসাও থাকে অটুট ৷ দেখুন নীতুর সেই পোস্ট ৷

    First published:

    Tags: Neetu kapoor, Neetu singh, Rishi Kapoor