তনুশ্রীকে হেনস্থা ? শুনেই হেসে উঠলেন নানা, এবং বললেন...
Last Updated:
#মুম্বই: তনুশ্রী অভিযোগ করেছিলেন শ্লীলতাহানীর ৷ সেটে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছিলেন নানা পাটেকর ৷ তনুশ্রীর হাত ধরে টেনেছিলেন নানা এবং তাঁর সঙ্গে অন্তরঙ্গ হওয়ারও চেষ্টা করেছিলেন বলেই অভিনেত্রীর অভিযোগ ছিল ৷ হর্ন ওকে প্লিজ ছবির সেটে সেদিন যা হয়েছিল তা নিয়ে সকলেই বেশ দ্বন্দ্বে ৷ কেউই সঠিকভাবে মুখ খুলতে চাইছেন না ৷
নাচের একটি সিন ছিল, যাতে তনুশ্রী-নানা দু’জনেই ছিলেন ৷ কোরিওগ্রাফার গণেশ আচার্য নাকি গোটা বিষয়টি মনেই করতে পারছেন না ৷ ২০০৮-র ঘটনা, অনেকটাই পুরনো, তাই সেদিন কী হয়েছিল কিছুই মনে নেই গণেশের ৷ তবে যার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন তিনি ৷ তনুশ্রীর অভিযোগ হেসেই উড়ালেন নানা ৷
নানা জানিয়েছেন যে সেটে সেদিন প্রায় ৫০ থেকে ১০০ জন ব্যক্তি উপস্থিত ছিল ৷ তাদের সকলের সামনে এমন আচরণ করা সম্ভব নয়ই বলেই নানার দাবি ৷ তবে এ নিয়ে খুব বেশি কথা বলতে চাননি তিনি ৷ কারণ তাঁর কথায় অনেক জলঘোলা হতে পারে, যা তিনি চান না ৷ তবে এই নিয়ে আইনি পথেই হাঁটতে চলেছেন নানা ৷ অন্যদিকে ছবির পরিচালক রাকেশ সারাং আবার বলেছেন নানার এমন কোন উদ্দেশ্যই ছিল না ৷ তনুশ্রীকে নাকি সাহায্যই করতে চেয়েছিলেন নানা ! দেখা যাক এই মামলা কতদূর এগোয় ৷
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2018 6:40 PM IST