নির্মেদ শরীরে উর্ধ্বাঙ্গ অনাবৃত, পরণে ধুতি Milind Soman-কে দেখে Malaika যা করলেন, Viral Video
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় মিলিন্দ সোমানের (Milind Soman) এই লুক এখন ভাইরাল৷ তবে এই ভিডিও ঘিরে গসিপ (Gossip) তুঙ্গে ৷
#মুম্বই: মিলিন্দ সোমান (Milind Soman) সুপারমডেল অফ দ্য ইয়ার ২ -র মার্জার সরণী আগুন লাগালেন৷ পরণে শুধুই ধুতি৷ স্মৃতির সরণী বেয়ে তিনি লুকটা নিয়েছিলেন তা দেখেও সকলে মুগ্ধ৷ আলিশা চিনয়ের মিউজিক ভিডিও মেড ইন ইন্ডিয়া -র লুকে হাজির হন ৬০ পেরোন মিলিন্দ সোমান (Milind Soman)৷ সোশ্যাল মিডিয়ায় মিলিন্দ সোমানের এই লুক এখন ভাইরাল৷ তবে এই ভিডিও ঘিরে গসিপ (Gossip) তুঙ্গে ৷ কারণ মিলিন্দ সোমানকে দেখে নিজের হৃদয়ের আবেগ চেপে রাখতে পারেননি মালাইকা অরোরা (Malaika Arora)৷ মালাইকা অরোরার (Malaika Arora) ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
মিলিন্দ সোমান (Milind Soman) নিজের ফ্যানদের অবাক করে দেন৷ তাঁর ফিট শরীর সমস্ত বয়সের মন কেড়ে নেয়৷ সকলকে অবাক করে সুপার মডেল অফ দ্য ইয়ার ২ - তে মার্জার সরণী একেবারে কেঁপে গেল মিলিন্দ সোমানের উপস্থিতিতে৷ শরীর তো নয় যেন পাথর কুঁদে কুঁদে তৈরি৷
আরও পড়ুন - Explained: আপনি কি মোটা, সমস্যা কিন্তু অনেক! তুলনামূলক ভাবে জ্বরে বেশি আক্রান্ত হন? সুস্থ থাকার উপায় কী?
advertisement
advertisement
মিলিন্দ সোমান ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ভিডিও ভাইরাল হয়ে গেছে৷ এই শো-র একজন বিচারক ছিলেন মালাইকা অরোরা এবং আরেকজন অনুষা ডান্ডেকর৷ বিশেষ করে মালাইকার অরোরা মিলিন্দ সোমানের লুকে বোল্ড আউট হয়ে যান৷
advertisement
ভিডিও-র ক্যাপশনে মিলিন্দ সোমান লিখেছেন, “And 26 years later One more time. #madeinindia #feelitreelit #mtv #supermodeloftheyearseason2 #reelsindia #reelsvideo @moniapinto10 you’re the best ,”
এছাড়াও তিনি লিখেছেন, ‘‘এই পাতার হাজার হাজার তারকাকে উষ্ণ অভ্যর্থনা৷ তোমাদের সকলকে ভালোবাসা এবং খুশির প্রার্থনা৷ আমরা জানি না এখনও কেন সকলে এখানে আছি৷ আমার মনে হয় আমরা একসঙ্গে বড় হচ্ছি৷ আমাদেরকে ভালোবাসি৷ অন্যদের পজিটিভ ভাবনা দেয়৷ কাজে ও কথায়৷ জ্বলে ওঠ৷
advertisement
আরও পড়ুন - IPL 2021: আইপিএলের ইতিহাসে নাম লেখালেন Harshal Patel, মুম্বইয়ের বিরুদ্ধে Hattrick ভিডিও ভাইরাল
মিলিন্দ সোমান বলিউডের অভিনেতা৷ পাশাপাশি তাঁকে মডেল হিসেবেও বহুবছর ধরে সকলের মনের কাছের৷ তিনি 16th December, Chef ও Bajirao Mastani-র মতো সিনেমায় অভিনয় করেছি৷ একটি রিয়েলেটি শো Supermodel Of The Year Season 2-র বিচারকের ভূমিকায় রয়েছেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2021 5:09 PM IST