হলদে শিফন শাড়ি, মেরুণ ব্লাউজ থেকে অন্তর্বাসের উঁকি! বিদেশে মাধুরীর নাচ নেচে Viral Video তৈরি ভারতীয় ললনার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বিদেশিদের সামনে সাবলীল এই ডান্স পারফরম্যান্সের ভিউ ১ কোটি ৫ লক্ষেরও বেশি!
#কলকাতা: সোশ্যাল মিডিয়ায় আবার বড় আলোড়ন৷ এবার এক ভারতীয় মহিলার বিদেশে-র একটি অনুষ্ঠানে নাচের ভিডিও এককথায় তুফান তুলেছে৷ ভিডিওটি বৈশাখী সাহা নামের একটি প্রোফাইল থেকে আপলোড হয়েছে ভিডিওটি৷ এই প্রোফাইল থেকে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ভিডিও আপলোড হয়৷ তবে ‘বড়ি মুশকিল বাবা বড়ি মুশকিল’ বলিউডের লজ্জা সিনেমার এই গানে ভারতীয় মহিলার নাচের ভিডিও ভিউ এক কোটি ছাড়িয়ে গেছে!
বৈশাখী সাহা নামের ভদ্রমহিলার প্রোফাইল রয়েছে অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে৷ তিনি দেশে বিদেশের বিভিন্ন ইভেন্টে পারফর্ম করেন৷ যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে লজ্জা ছবির গানে নাচা হচ্ছে৷
বলিউডে মাধুরী-মণীষাকে এক ফ্রেমে প্রথম দেখা গিয়েছিল এই লজ্জা ছবিতেই৷ আর অলকা ইয়াগনিকের গাওয়া গানে কামাল পারফম্যান্স ছিল মাধুরীর৷ আর তাতে তালে তাল মিলিয়েছিলেন মণীষা কৈরালাও৷ দেখে নিন সেই সুপার ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
advertisement
এই ভিডিওতে শুরুতে ভদ্রমহিলা ইংরাজিতে কথা বলছেন তারপর দর্শকদের বেশিরভাগ স্প্যানিশে স্বচ্ছন্দ্য হওয়ায় হিন্দি গানের কথাগুলি তিনি স্প্যানিশে বলে তারপর নাচ শুরু করেছেন৷
অদ্ভুত সাবলীলতায় নাচ আসলে দর্শকদের মন জিতে নেওয়ায় এই ভিডিও এখন দেশকালের গণ্ডি অতিক্রম করে বিভিন্ন ভাষার দর্শকদের মনই জয় করে নিয়েছে৷
advertisement
যদিও ভিডিওটি ২০১৫ সালের ৷ কিন্তু এখনও এই ভিডিও-র জনপ্রিয়তা অত্যন্ত বেশি হয়ে ভিডিওটিকে ভাইরাল করে তুলেছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jan 15, 2021 5:41 PM IST







