ফের মা হচ্ছেন করিনা কাপুর!

Last Updated:

মা হতে চলেছেন করিনা কাপুর৷ আবার৷ ১৭মাসের তৈমুরের পর আবারও তিনি তৈরি হচ্ছেন মায়ের রোলের জন্য৷ এমনিতেই তৈমুর হল পারফেক্ট বলিউড কিড

#মুম্বই: মা হতে চলেছেন করিনা কাপুর৷ আবার৷ ১৭মাসের তৈমুরের পর আবারও তিনি তৈরি হচ্ছেন মায়ের রোলের জন্য৷ এমনিতেই তৈমুর হল পারফেক্ট বলিউড কিড৷ প্রতিদিনই তার ছবি মনোরঞ্জন করে করিনা-সৈফ ফ্যানদের৷ এখন তো তৈমুর ফ্যান ক্লাবও তৈরি হয়েছে নিশ্চয়ই৷ আর এরই মধ্যে করিনা ভেবে ফেলেছেন দ্বিতীয় সন্তানের কথা৷ তবে এবার সৈফ নয়, করণের সঙ্গে চলছে প্ল্যানিং!
মানে? অবাক হওয়ার মতই কাণ্ড৷ মুক্তির অপেক্ষায় করিনার পরবর্তী ছবি ভীর দি ওয়েডিং৷ রিয়া কাপুর প্রযোজিত এই ছবির শ্যুটের সময় করিনা ছিলেন প্রগনেন্ট৷ সেইভাবেই ঠিক হয়েছিল তাঁর শ্যুটিং শিডউল৷ তাঁর শরীরিক কোন সমস্যা যেন না হয়, সেই খেয়াল সবসময় রেখেছিলেন পরিচালক, প্রযোজক৷ এই ছবি ছাড়া তৈমুর হওয়ার পর বেশ কিছুদিন কোন ছবির কাজ করেননি করিনা৷ এবার তিনি ধীরে ধীরে ফিরছেন ইন্ডাস্ট্রিতে৷
advertisement
advertisement
অনেকদিনই বন্ধু করণের সঙ্গে কথা চলছিল তাঁর৷ কি এন্ড কা ছবির পর থেকেই চলছিল কথা৷ তবে মা হওয়ার কারণে করিনার পক্ষে কোন ছবি করা সম্ভব হয়নি৷ এবার করণের ছবিতে কাজ করার কথা পাকা হয়েছে করিনার৷ রাজ মেহতার পরিচালনায় ছবিতে এক মায়ের ভূমিকায় করিনা৷ ২দম্পতির গল্প থাকবে ছবিতে৷ করিনার বিপরীতে থাকবেন কোন বলিউডের এ স্টার কোন হিরো৷ তবে অন্য দম্পতির ভূমিকায় কারা থাকবেন, সেটা স্পষ্ট নয়৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের মা হচ্ছেন করিনা কাপুর!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement