পিছনে মদের কাউন্টার, সামনে একদল ছেলের সঙ্গে জোর নাচ কঙ্গনার, Viral Video

Last Updated:

বলিউডের কুইনের রূপ দেখে নেটিজেনরা খুশ!

#মুম্বই: বলিউড অভিনেত্রী  (Bollywood) কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)  ভাই অক্ষতের (Kangana's Brother Aksht Wedding) বিয়ে ছিল৷ বিয়েটা অবশ্য সদ্য সদ্য হয়নি৷ হয়েছিল ১০ নভেম্বর৷ বিয়েতে কঙ্গনা রানাউতের পোশাক নিয়ে সেই সময় বাজার গরম হয়েছিল৷ এবার বিয়ের মস্তির ভিডিও সামনে এল৷ কঙ্গনা নিজেই সোশ্যাল হ্যান্ডেলে বিয়ে বাড়িতে বিন্দাস নাচের ভিডিও পোস্ট করেছেন৷
সেখানে কঙ্গনা (Kangana Ranaut dance) ভাইয়ের বন্ধুদের সঙ্গে একেবারে ধামাল ডান্সে মেতেছেন৷ সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ কঙ্গনা৷ বিভিন্ন ইস্যুতে নিজের স্পষ্ট মতামত দিতে দ্বিধা করেন না তিনি৷এছাড়াও ফ্যানদের জন্য নিজের ছবি, ভিডিও-য় পোস্ট করেন৷ এখন বলিউডের কুইন সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের বিয়ের একটা ডান্স ভিডিও পোস্ট করেছেন৷ তিনি লিখেছেন এই ধামাল তিনি মিস করছেন৷
advertisement
advertisement
Major missing my brother’s squad... throwback to Aksht’s wedding, অর্থাৎ ভাইদের স্কোয়াডকে মিস করছি, অক্ষতের বিয়ের থ্রো ব্যাক৷ এই ভিডিওতে বার কাউন্টারের সামনে একদল ছেলের সঙ্গে দেদার নাচ করছেন কঙ্গনা৷ সকলেই রাজস্থানী গানের সঙ্গে জোরদার ঠুমকা লাগাচ্ছেন৷  কঙ্গনার পরণে কালো ট্র্যাডিশানাল সালওয়ার কামিজ৷
advertisement
এই ভিডিওতে কঙ্গনার নাচ তাঁর ফ্যানরা জবরদস্ত পছন্দ করছেন৷ কঙ্গনার ভাই অক্ষত উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং করেছেন৷ সেখানে আগত অতিথিদের জন্য নৌবিহার সহ একাধিক ফূর্তি আনন্দের ব্যবস্থা ছিল৷
করোনা সঙ্কট কালে  ভাইয়ের বিয়ে দিয়েছিলেন কঙ্গনা৷ তাই তাঁর পরিবার ও কিছু বন্ধুবান্ধবই সামিল হয়েছিলেন এই বিয়ের অনুষ্ঠানে৷ করোনা প্রটোকল মেনে নিজের ভাইয়ের বিয়ের ব্যবস্থা করেছিলেন এই নায়িকা৷ এই বিয়েতে তিনি তাঁর জন্য বিশেষ ভাবে তৈরি বাঁধনি লেহঙ্গা পরেছিলেন৷  ডিজাইনার অনুরাধা উকিল ১৪ মাস ধরে এই বিশেষ পোশাক তৈরি করেছিলেন৷  এই লেহঙ্গার দাম ১৬ লক্ষ টাকা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পিছনে মদের কাউন্টার, সামনে একদল ছেলের সঙ্গে জোর নাচ কঙ্গনার, Viral Video
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement