• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • রেখাকে জরদস্তি চুমু খাওয়ার জন্য ক্ষমা চাইতে হবে কমল হাসানকে, দাবি...দেখুন ভিডিও

রেখাকে জরদস্তি চুমু খাওয়ার জন্য ক্ষমা চাইতে হবে কমল হাসানকে, দাবি...দেখুন ভিডিও

Representative Image

Representative Image

রেখা আরও বলেন যে সেই সময় তার বয়স ছিল মাত্র ১৬

 • Share this:

  #মুম্বই: জোর করে অভিনেত্রী রেখাকে চুমু খেয়েছিলেন কমল হাসান৷ সেই খবর সামনে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে৷ দক্ষিণী অভিনেত্রীর অভিযোগ করেন যে শ্যুটিং-এর সয়ম তাকে জানানো হয়নি যে দৃশ্যটিতে চুমু রয়েছে৷ অভিনেতা কমল হাসান ও পরিচালক কে বালাচন্দরের মধ্যেই এই বিষয়টি আলোচনা হয়৷ দৃশ্যটি শ্যুটের আগে পরিচালক কমলকে বলেন যে মনে আছে তো কী বলেছিলাম৷ তারপরই অ্যাকশনের নির্দেশ দেন পরিচালক৷ দৃশ্যটিতে নায়ক-নায়িকাকে ঝাঁপ দেওয়ার কথা ছিল৷ কিন্তু কোনও কিছু বোঝার আগে কমল জোরে একটি চুমু খান নায়িকার ঠোঁটে৷ তারপর হয় ঝাঁপ দেওয়ার দৃশ্য৷ এতেই বেজায় অসন্তুষ্ট হন রেখা৷ কারণ তিনি ছিলেন অপ্রস্তুত৷ এবং তথন তার বয়স ছিল মাত্র ১৬৷ ১৯৮৬-র ছবি পুন্নাগাই মান্নানর সেই অভিজ্ঞতার কথা কিছুতেই ভুলতে পারেননি অভিনেত্রী৷ তবে এখন সেই কথা বলতে কিছুটা বিরক্তই হন নায়িকা৷ কারণ প্রচুরবার এই নিয়ে কথাও হয়েছে৷ একটি ওয়েবসাইটে এই নিয়ে কথা উঠলে তিনি বলেন যে ছবির জন্য এই চুমুটি প্রয়োজন ছিল, কিন্তু তাকে না জানিয়ে এটা করা অনৈতিক ছিল৷ দক্ষিণী অভিনেত্রীর এই সাক্ষাৎকারের পর নায়িকার কাছে কমল হাসাকে ক্ষমা চাইতে হবে, এমন দাবি তোলেন নেটিজেনরা৷

  রেখা আরও বলেন যে সেই সময় তার বয়স ছিল মাত্র ১৬৷ এবং তাকে না জানিয়ে এভাবে চুমুর খাওয়ার পর কমল বা পরিচালক কউ তার কাছে ক্ষমা চাননি৷ তবে একই সঙ্গে তিনি এটাও বলেন যে সেই ছবি ছিল সুপারহিট৷ এবং তারপর প্রচুর ছবির অফার আসে তার কাছে৷ কিন্তু সেই ছবিতে যে ব্যবহার তিনি পেয়েছিলেন সেটা এখনও ভুলতে পারেননি৷

  Published by:Pooja Basu
  First published: