মিউজিক ভিডিও-তে Nude জেনিফার লোপেজ, ভিডিও সুপার ভাইরাল হল নিমেষেই

Last Updated:

নগ্নতায় মাখা শরীর নিয়ে ক্যামেরার সামনে সাবলীল Jennifer Lopez৷

#নিউ ইয়র্ক: আমেরিকার তারকা জেনিফার লোপেজ (Jennifer Lopez) ৷ শুধু গায়িকা নন, তারইসঙ্গে তিনি দক্ষ অভিনেত্রী, পাশাপাশি তুখোড় নৃতর্কী৷ তিনি খুবই জনপ্রিয় ৷ নিজের পারফরম্যান্সের পাশাপাশি বিভিন্ন সময়ে তাঁকে ঘিরে গসিপ (gossip) -র জন্য তিনি শিরোনাম ছিনিয়ে নেন৷ তাঁর বয়স যে ৫১ তা তাঁকে দেখে কখনই কারোর মনে হয় না৷ নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর পারফার্ম করার কথা ৷ আগামী ২০ তারিখ বিশেষ সমারোহে তিনি হলেন অন্যতম স্টার পারফরমার৷
কিন্তু সেই মেগা পারফরম্যান্সের আগে সোশ্যাল মিডিয়ায় (Social Media)  তাঁর নিজের একটি মিউজিক ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ঝড়ের গতিতে তুফান তুলেছে৷ ভিডিওটি পোস্ট করার মাত্র তিনদিনের মধ্যেই ভিউ খালি একটা হ্যান্ডেলের ভিডিওতেই প্রায় পঞ্চাশ লক্ষ৷
ভিডিওতে তিনি নিজেই রয়েছেন৷ এই ভিডিওতে তিনি নগ্ন অর্থাৎ ন্যুড৷ ভিডিও-র নাম ইন দ্য মর্নিং (In the morning)৷ ভিডিওর বেশ কিছু অংশে তাঁর শরীরে সুতোর ছিটেমাত্রও নেই৷ খালি পিঠে পরীর মতো ডানা লেগে আছে৷ দেখে নিন সুপার ভাইরাল ভিডিও (Viral Video)৷ ইনস্টাগ্রাম , ফেসবুক,ট্যুইটার সব  হ্যান্ডেলই মাত্রা ছাড়া জনপ্রিয় হয়েছে৷
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Jennifer Lopez (@jlo)

advertisement
এই ভিডিও শেয়ার করে জে লো (J Lo) লিখেছেন - ‘And I loved you even more than I loved me ... I am soooo excited for you to see the official video for #InTheMorning  It’s full of symbolism about a dark one-sided relationship and the realization that you can’t change anyone else ... you can only change yourself!!! Grow your own wings and walk away from anyone or anything that doesn’t truly value all you have to offer.’- অর্থাৎ ‘আমি তোমাকে আরও বেশি ভালোবাসি,যতটা না আমি নিজেকে ভালোবাসি৷ আমি খুব উচ্ছ্বসিত তোমরা আমার নতুন ভিডিও ইন দ্য মর্নিং দেখবে বলে৷ এতে ডার্ক একপেশে ভালোবাসার রূপক ভিডিও৷ আর এই অনুভূতি এটাই প্রমাণ করে যে তুমি কাউকেই বদলাতে না পার , পারো শুধু নিজেকে বদলাতে৷ নিজের ডানা মেলুন সেই মানুষ বা সেই জায়গা থেকে সরে যান যেখানে আপনার কোনও মর্যাদা নেই৷ ’
advertisement
জেনিফার লোপেজের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মিউজিক ভিডিও-তে Nude জেনিফার লোপেজ, ভিডিও সুপার ভাইরাল হল নিমেষেই
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement